Advertisement

টেক

WhatsApp তো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড, তাও কেন বলিউড চ্যাট লিক হচ্ছে?

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 22 Oct 2021,
  • Updated 4:49 PM IST
  • 1/7

মাঝেমধ্যেই খবরের শিরোনামে আসে যে বলিউড তারকাদের চ্যাট প্রকাশ্যে চলে আসে। তা ঘিরে অস্বস্তিতে পড়েন অনেকেই। কিন্তু প্রশ্ন উঠছে আদৌ কি হোয়াটসঅ্যাপ  চ্যাট সুরক্ষিত? (সব ছবি প্রতীকী)
 

  • 2/7

হোয়াটসঅ্যাপ তাঁদের ইউজারদের চ্যাট এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড পদ্ধতিতে সুরক্ষিত রাখে। এর ফলে যিনি মেসেজ পাঠাচ্ছেন তিনি এবং যিনি মেসেজ পাচ্ছেন তিনি, সেই মেসেজ পড়তে পারেন। 

  • 3/7

এমনকি যে সব মেসেজ ডেলিভার হয় না, সেই সব মেসেজ হোয়াটসঅ্যাপের সার্ভারে ৩০ দিন সুরক্ষিত থাকে। তারপরে সেটি মুছে যায়। 

  • 4/7

হোয়াটসঅ্যাপের প্রাইভেসি নিয়েও প্রশ্ন উঠেছে।  কিন্তু আদতে হোয়াটসঅ্যাপের পক্ষে গ্রাহকদের মেসেজ, অডিও ও ফোন কল শোনা সম্ভব হয় না। 

  • 5/7

কিন্তু চ্যাট তাহলে লিক হয় কীভাবে? এর উত্তর অনেকটাই সোজা। প্রেরক কিংবা পাঠকের ফোন যদি কোনও ভাবে তৃতীয় পক্ষের কেউ খোলে আর স্ক্রিনশট নেয়, তাহলেই সেটি ভাইরাল হয়। 
 

  • 6/7

তবে এর বাইরেও আরেকটি বিষয় রয়েছে। অনেক সময়ে গুরুত্বপূর্ণ কোনও বিষয়ে সরকারি কোনও সংস্থা নির্দিষ্ট কারোর চ্যাট সম্পর্কে তথ্য পেতে চাইলে তখন সেই তথ্য পেতে পারেন।
 

  • 7/7

এই জন্য আদালতের নির্দেশ পেয়ে হোয়াটসঅ্যাপের সঙ্গে যোগাযোগ করতে হয়। তারপরেই সংশ্লিষ্ট সংস্থা মারফত সেই তথ্য  সামনে আসে। 

Advertisement
Advertisement