Advertisement

টেক

নয়া প্রাইভেসি পলিসির আতঙ্ক! রোজ হাজার হাজার ইউজার হারাচ্ছে WhatsApp

সুদীপ দে
  • 12 Jan 2021,
  • Updated 5:40 PM IST
  • 1/8

Facebook-এর মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp তার নতুন শর্তাদি এবং প্রাইভেসি পলিসি (Privacy Policy) আপডেট করেছে এবং সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী, ধীরে ধীরে ভারতে ব্যবহারকারীদের এই প্রাইভেসি পলিসি (Privacy Policy) আপডেট করে নিতে হবে। WhatsApp ব্যবহারকারীদের নতুন প্রাইভেসি পলিসি গ্রহণের জন্য ২০২১-এর ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে।

  • 2/8

কিন্তু এই নতুন প্রাইভেসি পলিসি নিয়ে বিশ্বজুড়ে কড়া সমালোচনার মুখে পড়েছে WhatsApp। নতুন নীতি সম্পর্কে মানুষের মনে নানা সন্দেহ এবং ভীতি কাজ করছে। এই সন্দেহ, ভীতি আর অনিশ্চয়তার কারণে অনেকেই WhatsApp বিমুখ হয়ে পড়ছেন বা বিকল্প মেসেজিং অ্যাপ খুঁজতে শুরু করেছেন।

  • 3/8

WhatsApp জানিয়েছে, ইউজারের কোনও সংবেদনশীল ডেটা ফেসবুকের সঙ্গে ভাগ করা হয়নি। নতুন শর্তাদি এবং প্রাইভেসি পলিসি (Privacy Policy) কোনও ইউজারের বা তাঁর পরিবার, বন্ধুর মেসেজ অন্য কোনও প্ল্যাটফর্মেই শেয়ার করছে না।

  • 4/8

নতুন শর্তাদি এবং প্রাইভেসি পলিসিতে (Privacy Policy) WhatsApp বিজনেসের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং এই সব শর্তাদি ঐচ্ছিক। কী ভাবে ইউজারের ডেটা সুরক্ষিত করা যায়, কী ভাবে ডেটা ব্যাকআপ নেওয়া হয়, তা নতুন এই প্রাইভেসি পলিসিতে আরও স্পষ্ট করা হয়েছে।

  • 5/8

WhatsApp জানিয়েছে, ইউজারের কোনও সংবেদনশীল ডেটা, চ্যাট হিস্ট্রি বা কল রেকর্ড Facebook-এর সঙ্গে কোনও ভাবেই শেয়ার করা হয় না। WhatsApp আগেও এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট যুক্ত ছিল, এখনও রয়েছে।

  • 6/8

WhatsApp জানিয়েছে, ইউজারের লোকেশন সংক্রান্ত কোনও তথ্য কখনওই Facebook-এর সঙ্গে কোনও ভাবেই শেয়ার করা হয় না। WhatsApp নিজেও তার কোনও তথ্য রাখে না। গ্রুপ চ্যাট বা কলিং সংক্রান্ত কোনও ডেটাও কোনও রকম বিজ্ঞাপনের জন্য Facebook-এর সঙ্গে কোনও ভাবেই শেয়ার করা হয় না।

  • 7/8

এ দিকে নতুন প্রাইভেসি পলিসি নিয়ে ধোঁয়াশা, ভীতির কারণে বিশ্বজুড়েই হাজার হাজার ইউজার খোয়াতে হচ্ছে WhatsApp-কে। এই পরিস্থিতিতে বিকল্প মেসেজিং অ্যাপ হিসাবে Telegram এবং Signal-এর ব্যবহার, ইউজার সংখ্যা ক্রমশ বাড়ছে।

  • 8/8

ভারতে ইতিমধ্যেই Google Play Store এবং Google Play Store-এ ডাউনলোডের নিরিখে Signal জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp-কে ছাড়িয়ে প্রথম স্থান অর্জন করেছে। গত দুই দিনে লক্ষাধিক মানুষ Android এবং iOS ডিভাইসে Signal অ্যাপটি ডাউনলোড করেছেন। পাশাপাশি ২০২১ সালের প্রথম সপ্তাহে WhatsApp-এর নতুন ইনস্টলেশনটি ১১ শতাংশ কমেছে।

Advertisement
Advertisement