Advertisement

টেক

Facebook-এর এই ফিচার এবার WhatsApp-এও, কীভাবে কাজ করবে?

Aajtak Bangla
  • দিল্লি,
  • 08 Mar 2022,
  • Updated 9:20 PM IST
  • 1/6

WhatsApp খুবই জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ। ইউজারদের সুবিধার জন্য নতুন নুতন ফিচারের ওপরে কাজ করে WhatsApp। এবার Facebook-এর একটি ফিচার WhatsApp-এ আনা হতে পারে বলেও খবর পাওয়া যাচ্ছে। 
 

  • 2/6

রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে পোল তৈরি করার সুবিধা দিতে পারে। এই নিয়ে WaBetaInfo-র একটি রিপোর্ট সামনে এসেছে। প্রসঙ্গত WhatsApp-এর আপকামিং ফিচারের খবর দেয় WaBetaInfo। 

  • 3/6

রিপোর্টে বলা হয়েছে, WhatsApp iOS অ্যাপের জন্য নয়া বিটা আপডেট সাবমিট করেছে। এর ভার্সান হল 22.6.0.70। এই বিটা আপডেটে বলা হয়েছে Meta-মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম একটি গ্রুপ পোল ফিচারের ওপরে কাজ করছে। 

আরও পড়ুনস্বামীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ, ভবানীপুরে গ্রেফতার স্ত্রী

  • 4/6

প্রসঙ্গত, বর্তমানে গ্রুপ পোল ফিচারটি Facebook Messenger, Telegram ও অন্যান্য ম্যাসেজিং অ্যাপে রয়েছে। সেক্ষেত্রে এই ফিচার আনতে ইতিমধ্যেই দেরি করে ফেলেছে হোয়াটসঅ্যাপ। 
 

  • 5/6

হোয়াটসঅ্যাপ গ্রুপ পোলের বিষয়ে জানানো হয়েছে যে, ইউজাররা যেকোনও গ্রুপ চ্যাটে পোলটি ক্রিয়েট করতে পারবেন। সেখানে পোলের প্রশ্নের বিষয়ে জিজ্ঞাসা করা হবে। তারপর সেটিকে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করা যাবে। এতে পোলে জিজ্ঞাসা করা প্রশ্ন ও উত্তর, দুটোই এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকবে। 
 

  • 6/6

তবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপেই পোল থাকবে। অর্থাৎ যাঁরা গ্রুপে থাকবেন তাঁরাই শুধু পোল ও তার ফলাফল দেখতে পারেন। আপাতত WhatsApp iOS-এর লেটেস্ট বিটা ভার্সানে এটি দেখা গিয়েছে। তবে পুরনো অ্যনড্রয়েড ভার্সানের জন্যও এটি টেস্ট করা হবে বলে মনে করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে এটি সবার জন্যই জারি করা হবে। 

Advertisement
Advertisement