Advertisement

টেক

এই নম্বর থেকে WhatsApp কল আসছে? ধরলেই ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 01 Aug 2022,
  • Updated 2:40 PM IST
  • 1/8

হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ইউজারদের টার্গেট করা হচ্ছে। হোয়াটসঅ্যাপের পপুলারিটির ফায়দা নিয়ে স্ক্যামার্সরা এর মাধ্যমে কিছু সময়ে মধ্যে হোয়াটসঅ্যাপে নতুন স্ক্যাম চালু শুরু করে দিয়েছে। এখানে লোকেরা +৯২ কোডওয়ালা মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল আসছে।

  • 2/8

হোয়াটসঅ্যাপে আসা এই কল এর মাধ্যমে ইউজাররা লটারি বা পুরস্কার জেতার টোপ দেওয়া হচ্ছে। সেই টোপে যদি আপনি কোনওভাবে ফাঁদে পা দিলেন, তাহলে আপনার পার্সোনাল ডিটেলস এবং অন্যান্য তথ্য চলে যাচ্ছে তাদের কাছে। যার কারণে আপনাদের অত্যন্ত ক্ষতির মুখে পড়তে হবে।

  • 3/8

আপনাকে জানিয়ে দিই +৯২ পাকিস্তানের কান্ট্রি কোড। ভারতের কান্ট্রি কোড +৯১। এর মধ্যে এটা মনে করা হচ্ছে যে কলগুলি পাকিস্তান থেকে আসে।

  • 4/8

কিন্তু অনেকবার ভার্চুয়ালিও এই নম্বর পাওয়া যাচ্ছে। যে যাতে আপনি পৃথিবীর যে কোনও কোনা থেকে এক্সেস করতে পারবেন। এর কারণে এই বিষয়টি জরুরি নয় পাকিস্তান থেকেই কল আসছে। এমন হতে পারে যে আপনার আশপাশের কোনও জায়গা থেকেই কোডটি ব্যবহার করে করা হচ্ছে।

  • 5/8

+৯২ কান্ট্রি কোড নম্বর থেকে কল আসলে কী করতে হবে তা জেনে নিন।যদি আপনার কাছে হোয়াটসঅ্যাপে +৯২ কান্ট্রি কোডওয়ালা নম্বরে থেকে ফোন আসে তাহলে আপনাকে কিছু বিষয়টি মাথায় রাখতে হবে।

  • 6/8

যদি আপনার কাছে +৯২ কোড এর ফোন নম্বর থেকে কল আসে এবং আপনি ওই নম্বরটি কার জানেন না, তাহলে ওই কল ইগনোর করুন। এটা সর্বোত্তম পন্থা।

  • 7/8

এছাড়া ওই নম্বরের ওপর রিপ্লাই করে বেশি তথ্য জোগাড় করার চেষ্টা করবেন না। অনেকবার স্ক্যামার্সরা নিজেদের ডিপি খুব ভালো লাগিয়ে রাখে। এই কারণে অনেকে ইউজাররা তাদের চালে ফেঁসে যায়। এই পরিস্থিতিতে চেষ্টা করতে হবে +৯২ কান্ট্রি কোড নম্বর থেকে আসা ফোন কল রেসপন্স করবেন না।

 

  • 8/8

যদি এবার ওই নম্বর থেকে কল আসতে শুরু করে তাহলে সোজা ওই নম্বরটি ব্লক করে দিন। এই পরিস্থিতিতে এই নম্বর থেকে আপনার দ্বিতীয় বার ফোন বা মেসেজ আসবে না। আপনি এই নম্বরকে রিপোর্টও করে দিতে পারেন। আর যদ আপনি সাইবার প্রতারণার শিকার হয়ে থাকেন তাহলেআপনি দেরি না করে সাইবার সেলে বা সাইবার থানাতে এর অভিযোগ দায়ের করুন।

Advertisement
Advertisement