Advertisement

টেক

WhatsApp-এ কি কেউ আপনাকে ব্লক করেছে? জেনে নিন এই ভাবে

Aajtak Bangla
  • দিল্লি,
  • 15 Oct 2021,
  • Updated 12:43 PM IST
  • 1/7

ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ WhatsApp ইউজারদের মধ্যে খুবই জনপ্রিয়। এতে ব্লক অপশানও রয়েছে। অর্থাৎ এই অপশান দিয়ে একজন ইউজার অপর ইউজারকে ব্লক করতে পারেন। তবে আবার সহজ কিছু উপায় রয়েছে যা দিয়ে আপনি জানতে পারবেন যে আপনাকে কেউ হোয়াটসঅ্যাপে ব্লক করেছেন কি না। 
 

  • 2/7

লাস্ট সিন ও প্রোফাইল পিকচার
যদি কেউ আপনাকে WhatsApp-এ ব্লক করে তবে তাঁর লাস্ট সিন ও প্রোফাইল পিকচার দেখা যাবে না। দেখা যাবে না তাঁর অনলাইন স্টেটাসও। যদিও শুধুমাত্র এগুলির ওপর নির্ভর করেই বলা যায় না যে কেউ আপনাকে ব্লক করেছেন। 

  • 3/7

কারণ কখনও কখনও প্রাইভেসি সেটিং-র জন্য প্রোফাইল পিকচার ও লাস্ট সিন দেখা যায় না। আবার ইন্টারনেট সমস্যার জন্য দেখা যায় না অনলাইন স্টেটাসও। তাই কেউ আপনাকে ব্লক করেছেন কি না সেই বিষয়ে নিশ্চিত হতে আরও কিছু বিষয় দেখতে হবে। 

  • 4/7

ম্যাসেজের টিক লক্ষ্য করুন 
যদি কাউকে মেসেজ পাঠানোর পর তা দীর্ঘক্ষণ সিঙ্গল টিক হয়ে থাকে তাহলে হয়ত সেই ইউজার আপনাকে ব্লক করে দিয়েছেন। যদিও অনেক সময় ইন্টারনেটের সমস্যার জন্যও ডবল টিক হয় না। 

  • 5/7

হোয়াটসঅ্যাপ কল
আপনি ব্লক কি না, তা জানতে হোয়াটসঅ্যাপ কল করে দেখতে পারেন। যদি যোগাযোগ হয় তাহলে আপনি ব্লক নন। 
 

  • 6/7

গ্রুপ টেস্ট
হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছেন কি না তা জানার সবচেয়ে সহজ উপায় হল এটি। যদি কাউকে গ্রুপে অ্যাড করতে গিয়ে মেসেজ পান যে আপনার তাঁকে যুক্ত করার অনুমতি নেই, তাহলে বুঝবেন আপনাকে তিনি ব্লক করেছেন। 

  • 7/7

অ্যাকাউন্ট ডিলিট 
কোনও ইউজার নিজের অ্যাকাউন্ট ডিলিট করেছেন কি না তা জানতে চ্যাট অপশানে গিয়ে তাঁর ডিপিতে ক্লিক করুন। যদি মেসেজ ও কল করার অপশান পান তাহলে বুঝবেন অ্যাকাউন্টটি চালু আছে। আল যদি ইনভাইট করার অপশান আসে, তাহলে বুঝবেন অ্যাকাউন্টটি বন্ধ রয়েছে।
 

Advertisement
Advertisement