Advertisement

টেক

WhatsApp পরিষেবা বন্ধ হতে চলেছে কয়েকটি স্মার্টফোনে, রইল তালিকা

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 20 Oct 2022,
  • Updated 11:53 AM IST
  • 1/6

Whatsapp, দিওয়ালিতে বেশ কিছু ইউজারদের বড় ঝটকা দিতে চলেছে।  whatsapp ২৪ অক্টোবরের পরে একাধিক স্মার্টফোনে কাজ করা বন্ধ করে দেবে। এই পরিস্থিতিতে এই সমস্ত ইউজাররা সমস্যায় পড়তে চলেছেন। হোয়াটসঅ্যাপে সাপোর্ট একাধিক আইফোনের জন্য দিওয়ালির পর থেকে বন্ধ হচ্ছে।

  • 2/6

হঠাৎ ইউজারসরা নিজের ফোনে whatsapp ব্যবহার করতে পারবেন না। এটা কেন বন্ধ হচ্ছে আসুন আপনাকে এ বিষয়ে জানিয়ে দিই। জানলে অবশ্যই চিন্তার কারণ রয়েছে। এর পুরো ডিটেলস আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে। রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ কিছু পুরনো আইফোনের( iPhone) জন্য বন্ধ হচ্ছে।

  • 3/6

অর্থাৎ সমস্ত ইউজারদের এ নিয়ে এখনই উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। যদি আপনি আইফোন ব্যবহার করেন এবং এটি পুরনো অপারেটিং সিস্টেমে কাজ করতে থাকে, তাহলে এটি আপডেট করিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার জারিও রাখতে পারেন। কোম্পানি শুধুমাত্র আইফোনের iOS 10 বা iOS 11 -এ যেগুলি কাজ করে সেগুলির সাপোর্ট বন্ধ করে দিচ্ছে।

  • 4/6

তার মানে অ্যাপ-এ লাগাতার ব্যবহারের জন্য আপনি লেটেস্ট  iOS 16 বা iOS 15-এ আপডেট করতে হবে। কেবল আইফোন iPhone 5C এবং iPhone 5 ইউজারদের নতুন আইওএস ভার্সনে আপডেট করতে পারবেন না। এই ভার্সন, এই সমস্ত মোবাইলগুলিতে বন্ধ করে দেওয়া হচ্ছে।

  • 5/6

এর অর্থ হল আপনি যদি হোয়াটসঅ্যাপের পুরনো আইফোনের মত iphone 5s, iphone 6 এবং iphone 6s এর ব্যবহার করতে থাকেন তাহলে কেবল আপনার ফোন আইওএস ভার্সন আপডেট করতে হবে। এতে আপনি জেনারেল সেটিং এ গিয়ে আপডেট চেক করে নিতে পারেন।

 

  • 6/6

অন্য ইউজারদের, এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। কারণ তাঁদের iphone আগের চেয়ে থেকেই আইওএস ভার্সনেই রয়েছে। হোয়াটসঅ্যাপ বন্ধ হওয়ার নোটিফিকেশন iphone 5c এবং iphone 5 ইউজারদের পাঠিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে যদি আপনি ফোনগুলি ব্যবহার করে থাকেন তাহলে দিওয়ালির মধ্যে এটি বদলে নেওয়ার সময় এসে গেছে।

Advertisement
Advertisement