১২ হাজার টাকা বা তার নীচের দামের চিনা স্মার্টফোন ভারতের বাজারে নিষিদ্ধ হতে চলেছে? এরকম একটি খবর একাধিক জায়গায় প্রকাশিত হয়েছে। এই বিষয়টি কতটা সত্যি, তা স্পষ্ট করল কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক।
সস্তার চিনা স্মার্টফোন নিষিদ্ধ নয়
Oppo, Vivo, Xiaomi সহ সব চিনা স্মার্টফোন কোম্পানিগুলির স্বস্তি। ১২ হাজার টাকার নীচে ফোনগুলিকে ভারতের বাজারে ব্যান করার কোনও পরিকল্পনা নেই বলেই জানালেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তিনি জানান, ভারতের ইলেক্ট্রনিক ইকোসিস্টেমে ভারতীয় কোম্পানির গুরুত্বপূর্ণ অত্যন্ত বেশি, তার মানে এই নয় বিদেশি ব্র্যান্ডের পথ বন্ধ করে দেওয়া।
আরও পড়ুন: চাইনিজ ফোনের চেয়ে কম দাম! iphone এর ইতিহাসে সবচেয়ে সস্তা অফার
কয়েকটি চিনা সংস্থা স্ক্যানারে
কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, 'কিছু চিনা সংস্থার তথ্যগত নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম, কিন্তু আমাদের লক্ষ্য হল, যত বেশি সম্ভব রফতানি বাড়ানো। ১২ হাজার টাকার কম দামের চিনা স্মার্টফোন ব্যান করার কোনও প্রস্তাব নেই। কোথা থেকে এই খবর ছড়াল, জানি না।' Oppo, Xiaomi স্ক্যানারে রয়েছে। কেন্দ্র সতর্ক নজর রাখছে এই সংস্থাগুলির গতিবিধির উপরে। সম্প্রতি কয়েকটি চিনা সংস্থার অফিসে ইডি তল্লাশি চালায়।
আগেও বহু চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত
ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপড়েনের ছায়া তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে পড়তে দেখা গিয়েছে আগেও। ২০২০ সালে ৫০টি চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ ঘোষণা করেছিল কেন্দ্র। TikTok, PUBG-র মতো জনপ্রিয় অ্যাপও ছিল ওই তালিকায়। PUBG অন্য নামে ভারতে ফিরেছে। তথ্য চুরির অভিযোগে বিভিন্ন সময়ে বেশ কিছু চিনা অ্যাপ নিষিদ্ধ করতে দেখা গিয়েছে ভারত সরকারকে। সম্প্রতি আর্থিক বেনিয়মের অভিযোগে বেশ কয়েকটি চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থার অফিসে হানাও দেয় প্রশাসন। তবুও চিনা ফোন নিষিদ্ধ হওয়ার জল্পনা ছড়িয়ে পড়তেই অবাক হয়েছিলেন অনেকে। ভারতে মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকা স্মার্টফোনের বাজারের সিংহভাগই চিনের বিভিন্ন মোবাইল প্রস্তুতকারী সংস্থার দখলে।