Advertisement

ইউটিলিটি

Train Cancellation:বড়দিনের সপ্তাহে একাধিক ট্রেন বাতিল পূর্ব রেলের, বহু এক্সপ্রেসের কমল যাত্রাপথও

বৈদ্য়নাথ ঝা
  • হাওড়া,
  • 21 Dec 2021,
  • Updated 11:50 PM IST
  • 1/10

সামনেই ক্রিসমাস, আসছে বড়দিনের ছুটি। এই সময়ে অনেকেই ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। কিন্তু তাদের জন্য এবার চিন্তার ভাজ। কারণ চলতি সপ্তাহে বেশ কয়েকটি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করল পূর্ব রেল।
 

  • 2/10

কেন্দ্রীয় সরকার তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করলেও কৃষকদের আন্দোলন এখনও চলছে উত্তর ভারতে।  ঋণ মকুব, চাকরি ও অন্যান্য দাবিতে পঞ্জাবের কৃষকরা অমৃতসর-দিল্লি রেলপথে অবস্থান বিক্ষোভ করছেন।

  • 3/10

তার জেরে ইতিমধ্যেই উত্তর এবং উত্তর পশ্চিম রেলের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এবার সেই পথে এগোল পূর্ব রেলও। 

  • 4/10

কৃষক আন্দোলনের জেরে কয়েকটি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিল পূর্ব রেল।  পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী মঙ্গলবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেন। সেখানেই জানান হয়, কৃষক আন্দোলন জেরে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা ও কয়েকটি ট্রেনের যাত্রাপথ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • 5/10


হাওড়া থেকে অমৃতসর যাওয়ার হাওড়া আমৃতসর এক্সপ্রেস ২২ ডিসেম্বর বাতিল করা হয়েছে।

  • 6/10

২৩ ডিসেম্বর ১৩১৫১ কলকাতা-জম্মু  তাওয়াই এক্সপ্রেস বাতিল করেছে পূর্ব রেল। পাশাপাশি আগামী বৃহস্পতিবার এই ট্রেনের গতিপথ কমিয়ে দিয়েছে পূর্ব রেল। ফলে ট্রেনটি জম্মু তাওয়াই পর্যন্ত যাবে না।
 

  • 7/10

অন্যদিকে ২২ ডিসেম্বর  জম্মু তাওয়াই থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া ১৩১৫২ জম্মু তাওয়াই কলকাতা এক্সপ্রেস সাহারানপুর পর্যন্ত চলবে বলে জানিয়েছে পূর্ব রেল।

  • 8/10

পাশাপাশি ২৫ ডিসেম্বর হাটে বাজার এক্সপ্রেস বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
 

  • 9/10

পূর্ব রেলের তরফ  জানানো হয়েছে সোনপুর ডিভিশনে রেললাইনে  ২৪ থেকে ২৮  ডিসেম্বর ইন্টারলকিং কাজের ফলে  শিয়ালদা-সহর্শ হাটেবাজারে এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ২৮ ডিসেম্বর পর্যন্ত বাতিল থাকবে  হাটেবাজারে এক্সপ্রেস। 
 

  • 10/10

 উল্টোদিকে, সহর্শ থেকে শিয়ালদা গামী হাটেবাজারে এক্সপ্রেসও বাতিল থাকবে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পূর্ব রেল। 

Advertisement
Advertisement