Advertisement

ইউটিলিটি

শিয়ালদহ থেকে নতুন সুপারফাস্ট ট্রেন চালু করছে পূর্ব রেল! আজ থেকে শুরু টিকিট বুকিং

Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Apr 2021,
  • Updated 12:04 PM IST
  • 1/9

মার্চ মাসে বাংলার যাত্রীদের জন্য মোট ৮টি নতুন ট্রেন চালু করেছে পূর্ব রেল (Eastern Railway)। ১২ এপ্রিল থেকে আর একটি স্পেশাল এক্সপ্রেস ট্রেন চালু হতে চলেছে হাওড়া থেকে। এ মাসেই আরও একটি সুপারফাস্ট ট্রেন চালু করছে পূর্ব রেল!

  • 2/9

এ বার শিয়ালদা স্টেশন থেকে দিল্লির আনন্দ বিহার স্টেশন পর্যন্ত সাপ্তাহিক সুপারফাস্ট ট্রেন চালু করছে পূর্ব রেল (Eastern Railway)! আজ থেকেই এই ট্রেনের টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে।

  • 3/9

আগামী ১৩ এপ্রিল থেকে চাকা গড়াতে চলেছে আপ শিয়ালদা—আনন্দবিহার সুপারফাস্ট এক্সপ্রেসের। চলবে ২৯ জুন পর্যন্ত। প্রত্যেক মঙ্গলবার শিয়ালদহ থেকে দুপুর ১টা ১০ মিনিটে ছাড়বে এই ট্রেন।

  • 4/9

মোট সাড়ে উনিশ ঘণ্টার যাত্রা পেরিয়ে আপ শিয়ালদা—আনন্দবিহার সুপারফাস্ট এক্সপ্রেস দিল্লির আনন্দ বিহার টার্মিনাল স্টেশনে পৌঁছাবে পরদিন (বুধবার) সকাল ৮টা ৪০ মিনিটে।

  • 5/9

শিয়ালদা থেকে ছাড়ার পর আপ শিয়ালদা—আনন্দবিহার সুপারফাস্ট এক্সপ্রেস বর্ধমান, আসানসোল, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন স্টেশন, কানপুর সেন্ট্রাল হয়ে পৌঁছাবে আনন্দ বিহার টার্মিনাল স্টেশনে।

  • 6/9

ডাউন আনন্দবিহার—শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস দিল্লির আনন্দবিহার থেকে প্রত্যেক বুধবার সন্ধ্যা ৮টা ২০ মিনিটে ছেড়ে শিয়ালদায় পৌঁছাবে পরের দিন বিকেল ৪টে ৩৫ মিনিট নাগাদ।

  • 7/9

শিয়ালদা—আনন্দবিহার সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে এসি ফার্স্ট ক্লাস, ২টি এসি টু টিয়ার, ৩টি এসি থ্রি টিয়ার, ১১টি বগি স্লিপার, দ্বিতীয় শ্রেণির তিনটি বগি, প্যান্ট্রি কার, পাওয়ার কার মিলিয়ে মোট ২২টি বগি থাকছে।

  • 8/9

রেল সূত্রে খবর, ৯ এপ্রিল, শুক্রবার থেকেই শিয়ালদা—আনন্দবিহার সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের আসন রিজার্ভশন করা যাবে। অনলাই ও স্টেশনের টিকিট কাউন্টার থেকে এর টিকিট কাটা যাবে।

  • 9/9

শিয়ালদা—আনন্দবিহার সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের টিকিট তৎকালেও বুকিং করতে পারবেন যাত্রীরা। ট্রেনের ভাড়াও অন্যান্য এক্সপ্রেস ট্রেনের মতোই ধার্য করা হয়েছে।

Advertisement
Advertisement