পেট্রোল-ডিজেল গাড়ির মতো না হলেও ই-যানের বিক্রি গত কয়েক বছরের তুলনায় ক্রমাগত বাড়ছে। রকমারি বিদ্যুৎচালিত গাড়ি আনছে নির্মাতা সংস্থাগুলি। এবার রাস্তাঘাটে বৈদ্যুতিন যানের চার্জিংয়ের (EV Charging Station) ব্যবস্থা করতে বড় পদক্ষেপ করল ইন্ডিয়ান অয়েল (Indian Oil)।
দেশজুড়ে ছড়িয়ে রয়েছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। এবার ৫০০ শহর ও আধা শহরে চার্জিং স্টেশন খুলে ফেলেছে সংস্থা।
ইন্ডিয়ান অয়েলের বয়ান অনুযায়ী, দেশে এক হাজারের বেশি চার্জিং স্টেশন চালু রয়েছে। তবে আগামী তিন বছরে ১০ হাজারের বেশি পেট্রোল পাম্পে ইলেকট্রিক ভেহিকেল চার্জিংয়ের বন্দোবস্ত করা হবে।
সংস্থা জানিয়েছে, ৫০০ শহর ও আধা শহরে চালু হয়ে গিয়েছে চার্জিং স্টেশন। জাতীয় সড়কের ধারেও রয়েছে এই ব্যবস্থা। হাইওয়ে-তে ৩ হাজার চার্জিং স্টেশন তৈরির পরিকল্পনা।
বিদ্যুৎমন্ত্রকের পরিসংখ্যান বলছে, দেশের ৯টি বড় শহরে বৈদ্যুতিন যান চার্জিং স্টেশনের সংখ্যা বেড়েছে ২.৫ গুণ। এর মধ্যে রয়েছে দিল্লি,মুম্বই, কলকাতা, চেন্নাই, সুরাট, পুণে, আমদাবাদ, বেঙ্গালুরু ও হায়দরাবাদ।
২০২১ সালের অক্টোবরে দেশজুড়ে ৬৭৮টি চার্জিং স্টেশন ছিল। ২০২২ সালের জানুয়ারিতে তা বেড়ে হয়েছে ১৬৪০। এর মধ্যে ৯টি শহরেই রয়েছে ৯৪০ স্টেশন।