Aadhaar-এর সঙ্গে PF গ্রাহকের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা UAN যোগ করার বিষয়ে বারবার সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার। এবার তারা সেই সময়সীমা বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।
আগামী ৩১ আগস্টের মধ্যে যদি PF গ্রাহক তাঁর UAN-এর সঙ্গে Aadhaar যুক্ত না করেন, তাহলে তাঁর PF অ্যাকাউন্টে আর কোনও টাকা জমা পড়বে না। এমনকী সেই টাকা তোলা বা অন্য কোনও পরিষেবাও পাবেন না গ্রাহক।
EPFO দফতরের হিসেব অনুযায়ী, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রায় ৪ লক্ষ ১০ হাজার গ্রাহকের Aadhaar-UAN সংযোগ করা বাকি আছে।
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন জানিয়েছে, Aadhaar-এর কোনও তথ্য যদি UAN-এর সঙ্গে না মেলে, তাহলে সংযোগ করতে অসুবিধা হবে।
এ রাজ্যে ১ হাজার ৬২৩টি স্থায়ী Aadhaar সেন্টার আছে, যেখান থেকে Aadhaar-এর কোনও তথ্যের পরিবর্তন করা যাবে এবং UAN-এর সঙ্গে সংযোগ করা সম্ভব হবে। যদি কোনও গ্রাহক চান, তাহলে এক সঙ্গে তাঁর ই-নমিনেশনও জমা করতে পারবেন।
এখন প্রশ্ন হচ্ছে, যাঁদের এখনও Aadhaar-এর সঙ্গে UAN সংযোগ করা বাকি আছে, তাঁদের মধ্যে যাঁরা প্রবীণ নাগরিক, পেনশনভোগী, তাঁদেরও কি পেনশন পাওয়া বন্ধ হয়ে যাবে?
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন জানিয়েছে, প্রবীণ নাগরিকরা যাঁরা PF থেকে পেনশন পান, তাঁদের পেনশন আটকাবে না।
দেশের পেনশনভোগীদের Aadhaar এবং UAN সংযোগ করার ক্ষেত্রে এখনও কোনও সময়সীমা বেঁধে দেয়নি কেন্দ্র সরকার। তবে আগামী ৩১ আগস্টের মধ্যে UAN-এর সঙ্গে Aadhaar যুক্ত করে নিতে হবে।