Advertisement

ইউটিলিটি

Aadhaar-PAN Link: আপনার PAN আর Aadhaar লিঙ্ক হয়েছে কি? দেখে নিন এই ভাবে

Aajtak Bangla
  • 23 Jun 2021,
  • Updated 6:27 PM IST
  • 1/8

PAN কার্ডের গুরুত্ব কতটা, সে কথা আমাদের প্রায় সকলেরই জানা আছে। নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আপনার আর্থিক লেনদেন সংক্রান্ত যে কোনও ক্ষেত্রে PAN কার্ড থাকা বাধ্যতামূলক।

  • 2/8

তবে শুধু PAN কার্ড থাকলেই হবে না, সেটিকে লিঙ্ক করাতে হবে Aadhaar কার্ডের সঙ্গে। না হলে আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। শুধু তাই নয়, নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আপনার PAN কার্ড!

  • 3/8

ভারতের আয়কর দফতরের (Income Tax Department) তরফে এই সংযুক্তিকরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে PAN কার্ড Aadhaar কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে। অর্থাৎ, Aadhaar-PAN সংযুক্তিকরণের জন্য হাতে পড়ে থাকছে মাত্র সাত দিন।

  • 4/8

ভাবছেন, পরে কখনও Aadhaar-PAN লিঙ্ক করাবেন! ৩০ জুনের পরেও PAN কার্ড আর Aadhaar-এর লিঙ্ক করা যাবে। কিন্তু তখন লিঙ্ক করাতে গেলে গুণতে হবে ১,০০০ টাকা! শুধু তাই নয়, ৩০ জুনের পর নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আপনার PAN কার্ড!

  • 5/8

যদি বলেন, Aadhaar-PAN লিঙ্ক করা হয়ে গিয়েছে, সে ক্ষেত্রে এই লিঙ্ক আদৌ হয়েছে কিনা তা জানবেন কী করে! চলুন জেনে নেওয়া যাক কী ভাবে জানবেন Aadhaar-PAN লিঙ্ক হয়েছে কিনা...

  • 6/8

এর জন্য প্রথমে www.incometax.gov.in এই পোর্টালে যেতে হবে। এই পোর্টালের পেজে Link Aadhaar অপশন দেখতে পাবেন।

  • 7/8

এই Link Aadhaar অপশনের নিচেই Know About Your Aadhaar PAN Link Status অপশনে ক্লিক করতে হবে। এখানে যে নতুন উইন্ডো খুলে যাবে, সেখানে যেখানে নিজের Aadhaar ও PAN সম্পর্কিত যাবতীয় নথি প্রদান করতে হবে।

  • 8/8

Aadhaar ও PAN সম্পর্কিত যাবতীয় নথি প্রদান করার পর 'View Link Aadhaar Status' অপশনে ক্লিক করতে হবে। এখান থেকেই দেখে নেওয়া যাবে আপনার Aadhaar ও PAN লিঙ্ক হয়েছে কিনা।

Advertisement
Advertisement