শাক-সবজি, খাসির মাংসের দাম আজ মোটামুটি অপরিবর্তিতই রয়েছে। তবে কেজিতে এক ধাক্কায় প্রায় ২৫ টাকা বাড়ল চিকেনের দর। এদিকে দাম কমেছে ইলিশের। বাজারে এখন ইলিশের দাম কেজিতে প্রায় ১৫০-২০০ টাকা সস্তা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক বুধবারের বাজারদর (স্থানীয় বাজার দরে সামান্য হের ফের হতে পারে)...
জ্যোতি আলু ২৮-৩০ টাকা কিলো (পাইকারি বাজারদর প্রতি কিলো ২৩-২৪ টাকা), চন্দ্রমুখী আলু ৪০-৪২ টাকা কিলো (পাইকারি বাজারদর প্রতি কিলো ৩২-৩৬ টাকা)।
পেঁয়াজ প্রতি কিলো ২৮-৩০ টাকা (পাইকারি বাজারদর প্রতি কিলো ১৩-১৮ টাকা), আদা প্রতি কিলো ১০০-১২০ টাকা, কাঁচালঙ্কা প্রতি কিলো ৮০-১০০ টাকা, পাতিলেবু ১০ টাকায় ৩-৪ পিস।
কুঁদরি প্রতি কিলো ২০ টাকা, বরবটি প্রতি কিলো ২০-৩০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা কিলো, ফুলকপি ৩০-৪০ টাকা জোড়া, ঢ্যাঁড়স প্রতি কিলো ৩০-৪০ টাকা, পটল প্রতি কিলো ৪০ টাকা, গাজর প্রতি কিলো ৬০ টাকা, ইঁচড় ৪০-৫০ টাকা কিলো, ঝিঙা ৪০ টাকা কিলো।
গাঁটি কচু ৩০ টাকা কিলো, কুমড়ো প্রতি কিলো ২০ টাকা, পেঁপে ২০ টাকা কিলো, মোচা ৩০-৪০ টাকা পিস, লাউ প্রতি কিলো ৪০-৫০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা কিলো, শসা ৪০-৫০ টাকা কিলো, টমেটো প্রতি কিলো ৬০ টাকা, কাঁকরোল ৬০ টাকা কিলো।
চিচিঙ্গা ৩০ টাকা প্রতি কিলো, উচ্ছে প্রতি কিলো ৫০ টাকা, মটরশুঁটি ৪০-৫০ টাকা কিলো, কাঁচা আম ৫০ টাকা কিলো, ধনেপাতা ৫-১০ টাকা আঁটি (১৮০ টাকা কিলো), লাল শাক ১০ টাকা আঁটি, পুই শাক ১০ টাকা আঁটি, পাটশাক ১০ টাকা আঁটি।
গোটা রুই মাছ প্রতি কিলো ১২০-১৬০ টাকা, কাটা রুই মাছ প্রতি কিলো ১৮০-২০০ টাকা, গোটা কাতলা মাছ প্রতি কিলো ২২০-২৬০ টাকা, কাতলা মাছ (কাটা) প্রতি কিলো ২৬০-৩৫০ টাকা, পাবদা ৩৫০-৪৫০ টাকা কিলো, ভেটকি মাছ প্রতি কিলো ৪৫০-৫০০ টাকা, প্রতি কিলো পার্শে ৩০০-৪০০ টাকা।
মৎস্যজীবীরা জানাচ্ছেন, আজ মোটামুটি ৩৫০-৪০০ গ্রাম ওজনের ইলিশ ৪০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। ৪৫০-৬০০ গ্রাম ইলিশের দাম পড়ছে ৭০০-৮০০ টাকা করে। মোটামুটি ৮০০ গ্রাম থেকে ১ কেজির ইলিশ বিক্রি হচ্ছে ১২০০-১৪০০ টাকা কেজি দরে। এর চেয়ে বড় মাপের ইলিশ এখন সে ভাবে বাজারে ঢোকেনি। যে ক'টা মিলছে তার দাম ১৬০০-২০০০ টাকা কেজি।
তেলাপিয়া মাছ প্রতি কিলো ১০০-১৫০ টাকা, ভোলা মাছ প্রতি কিলো ১২০-১৬০ টাকা, ট্যাংরা মাছ ১৫০-২২০ টাকা কিলো, বোয়াল প্রতি কিলো ৩৫০-৪০০ টাকা, মৌরোলা প্রতি কিলো ৩০০-৩৫০ টাকা, গলদা চিংড়ি প্রতি কিলো ৫০০-৬০০ টাকা, বাগদা চিংড়ি প্রতি কিলো ৬০০-৭০০ টাকা।
মুরগির মাংস (গোটা) প্রতি কিলো ১০৯-১১৭ টাকা, মুরগির মাংস (কাটা) ১৭০-১৭৫ টাকা কিলো, পাঁঠা / খাসির মাংস প্রতি কিলো ৬২০-৭২০ টাকা।