Advertisement

ইউটিলিটি

15 Year Old Cars: রাজ্যের ১৫ বছরের পুরনো সব গাড়ি বাতিল, আপনার গাড়ির কী হবে?

Aajtak Bangla
  • 27 Jul 2022,
  • Updated 11:08 AM IST
  • 1/8

১৫ বছরের পুরনো সমস্ত গাড়ি বাতিলের নির্দেশ দিয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল (National Green Tribunal)। ৬ মাসের মধ্যেই এই গাড়িগুলি বাতিল করতে হবে।

  • 2/8

এই নির্দেশের আওতায় বাণিজ্যিক গাড়ির পাশাপাশি ব্যক্তিগত গাড়িও রয়েছে। ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের (National Green Tribunal) এই নির্দেশ অনুযায়ী, বাতিল হয়ে যাবে রাজ্যের সব BS4 ইঞ্জিন। 

  • 3/8

এই নির্দেশের ফলে এবার থেকে কলকাতা, হাওড়া সহ রাজ্যের সব রাস্তায় শুধুই BS6 ইঞ্জিনের গাড়ি দেখা যাবে।

  • 4/8

পুরনো গাড়ি বাতিলের পাশাপাশি সিএনজি এবং বিদ্যুৎচালিত বাসের সংখ্যা বাড়াতে হবে। মঙ্গলবার রাজ্যকে এমনই নির্দেশ দিয়েছে জাতীয় পরিবেশ আদালতের (National Green Tribunal) পূর্বাঞ্চল বেঞ্চ (কলকাতা)।

  • 5/8

এর আগে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের (National Green Tribunal) নির্দেশ কার্যকর করার জন্য কোনও নির্দিষ্ট সমসয়সীমা দেওয়া ছিল না। ফলে রাজ্য কিছু পদক্ষেপ নিলেও, কলকাতা, হাওড়া সহ রাজ্যের অধিকাংশ রাস্তায় ১৫ বছরের পুরনো গাড়ির আনাগোনা কমেনি।

  • 6/8

এখন তাই ওই নির্দেশ কার্যকর করতে ছয় মাসের সময় বেঁধে দিয়েছে জাতীয় পরিবেশ আদালতের (National Green Tribunal) পূর্বাঞ্চল বেঞ্চ (কলকাতা)।

  • 7/8

এবার প্রশ্ন হচ্ছে, ১৫ বছরের পুরনো গাড়িগুলি বাতিলের পর সেগুলিকে নিয়ে কী করা হবে? ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের (National Green Tribunal) নির্দেশ, গাড়িগুলির কঠিন বর্জ্য নির্দিষ্ট সময়ের মধ্যে বের করে ফেলতে হবে। পাশাপাশি আলাদা করতে হবে এগুলির ব্যবহারযোগ্য আর পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য।

  • 8/8

পরিবেশ দূষণ রোধে একাধিক নির্দেশ দিয়েছে জাতীয় পরিবেশ আদালতের (National Green Tribunal) পূর্বাঞ্চল বেঞ্চ (কলকাতা)। টাস্ক ফোর্স গঠন করে রাজ্যের সব থানা এলাকায় নজরদারি বাড়াতে হবে। প্রয়োজনে কড়া ব্যবস্থা নিতে হবে।

Advertisement
Advertisement