প্রচুর শূন্যপদে মোটা বেতনে কর্মী নিয়োগ করছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC)। বিজ্ঞপ্তি অনুসারে, মোট শূন্যপদ ২৭৫টি। এর মধ্যে ২৫০টি আসনে ইঞ্জিনিয়র আর বাকি ২৫টি আসনে অ্যাসিস্ট্যাস্ট কেমিস্ট নিয়োগ করা হচ্ছে।
ইঞ্জিনিয়র পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে যে কোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াংরিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনস্টুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে অন্তত ৬৫ শতাংশ নম্বর (ফার্স্ট ক্লাস) বা সমতুল্য গ্রেড পেয়ে পাশ করতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে পাস নম্বর পেলেই আবেদন করা যাবে।
অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে যে কোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে M.Sc-তে অন্তত ৬৫ শতাংশ নম্বর (ফার্স্ট ক্লাস) পেতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে পাস নম্বর পেলেই আবেদন করা যাবে।
উল্লেখিত দুই পদ ছাড়া এক্সিকিউটিভ বা সুপারভাইজারি ক্যাডার পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
উল্লেখিত শূন্যপদগুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় সরকারি নিয়মে ছাড় দেওয়া হবে।
ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে (NTPC) ইঞ্জিনিয়র পদে মাসিক বেতন ৫০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা (গ্রেট পে ৫০,০০০ টাকা) পর্যন্ত। অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট পদে মাসিক বেতন ৪০ হাজার (গ্রেট পে ৪০,০০০ টাকা) টাকা থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা পর্যন্ত।
উল্লেখিত শূন্যপদগুলিতে অনলাইনে আবেদন জানানোর শেষ দিন ৩১ জুলাই। আবেদনের ফি ৩০০ টাকা। নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অফলাইনেও ফি জমা দেওয়া যাবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের এবং প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে কোনও আবেদনের ফি জমা দিতে হবে না।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের (NTPC) অফিসিয়াল সাইট ntpccareers.net-এর মাধ্যমে ৩১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। এই নিয়োগ সংক্রান্ত আরও তথ্য পেতে ntpccareers.net-এ ক্লিক করুন।