Advertisement

ইউটিলিটি

Penny Stock: অবিশ্বাস্য রিটার্ন! বিনিয়োগের ১০,০০০ টাকা ৩ মাসে বেড়ে প্রায় ৭ লাখ!

Aajtak Bangla
  • 27 Sep 2021,
  • Updated 5:08 PM IST
  • 1/7

৬০ হাজারি মাইলস্টোন সেনসেক্স গত শুক্রবারেই পেরিয়েছে। সোমবার নতুন ঐতিহাসিক উচ্চতা ছুঁয়ে ফেলেছে সেনসেক্স! আজ ৬০,৪১২.৩২ পয়েন্টের সর্বকালীন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে সেনসেক্স! শেয়ারবাজারের এই উত্থানের সঙ্গে সঙ্গে বিগত তিন মাসে একটি রাসায়নিক সংস্থার শেয়ার মূল্য লাফিয়ে লাফিয়ে বেড়েছে।

  • 2/7

অবিশ্বাস্য বলে মনে হলেও এই রাসায়নিক সংস্থার স্কট বিগত তিন মাসে বিনিয়োগকারীদের প্রায় ১,৫০০ শতাংশ রিটার্ন দিয়েছে। ফলে যাঁরা এই সংস্থার স্টকে তিন মাস আগে ১০ হাজার টাকা বিনিয়োগ করেছিলেন, তাঁদের বিনিয়োগের অর্থ এখন বেড়ে প্রায় ৭ লক্ষ টাকা হয়ে গিয়েছে!

  • 3/7

লাভজনক ওই রাসায়নিক সংস্থার নাম কন্টিনেন্টাল কেমিক্যালস (Continental Chemicals)। কন্টিনেন্টাল কেমিক্যালস (Continental Chemicals)-এর শেয়ার দর ৩ মাস আগে মাত্র ২১.৪৯ টাকা ছিল। গত শুক্রবার এই শেয়ারের দাম ১৪৯৭.২৫% বেড়ে ৩৪৩.৫ টাকায় পৌঁছেছে।

  • 4/7

কন্টিনেন্টাল কেমিক্যালস (Continental Chemicals)-এর স্টক একটি পেনি স্টক ছিল। এই স্টক গত ২১ দিনে ১৭৭.৯৪% লাভ করেছে। শুক্রবার, এটি গতিময় বাজারে ৪.৯৯% লাভের সঙ্গে খোলে এবং বাজার বন্ধের সময় এর মূল্য ছিল ৩২৬.৯৫ টাকা।

  • 5/7

গত ৩ মাসে সেনসেক্স মাত্র ১৩.৯৪% লাভ করেছে। যেখানে কন্টিনেন্টাল কেমিক্যালস (Continental Chemicals)-এর শেয়ার দর ৩ মাস ১৪৯৭.২৫% রিটার্ন দিয়েছে।

  • 6/7

যদি কন্টিনেন্টাল কেমিক্যালস স্টকের বৃদ্ধির গ্রাফ দেখা যায়, তাহলে দেখবেন ২০২১-এর শুরু থেকে এখন পর্যন্ত এটি ১৭০৬.৫৮% লাভ করেছে। মাত্র এক মাসের মধ্যেই এই স্টকের দর ১৯২% বৃদ্ধি পেয়েছে। এই স্টক বিনিয়োগকারীদের প্রায় ৭০ গুণ রিটার্ন দিয়েছে।

  • 7/7

কন্টিনেন্টাল কেমিক্যালসের স্টক পেনি স্টক বিভাগের অন্তর্গত। ২০২১ সালের জুন মাসে শেষে কোম্পানির দুই প্রোমোটার ৬১.৫৭% শেয়ার রাখেন যদিও কোম্পানির পাবলিক শেয়ারহোল্ডারের সংখ্যা মাত্র ৬,৮১৬। এ ধরনের কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা কিছুটা ঝুঁকিপূর্ণ বলেই মনে করেন বিনিয়োগ বিশেষজ্ঞরা।

Advertisement
Advertisement