ফের প্রবল তাণ্ডবের আশঙ্কা করা হচ্ছে। হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহের শেষেই আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোন ইয়াস (Super Cyclone Yaas)।
পশ্চিমবঙ্গে ফের আছড়ে পড়তে চলেছে আর একটি শক্তিশালী সুপার সাইক্লোন! আমফানের (Amphan) বর্ষপূর্তিতেই বাংলায় ফের আতঙ্ক বাড়াচ্ছে সুপার সাইক্লোন ইয়াস (Super Cyclone Yaas)।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বিকেলের পর থেকেই ঝোড়ো হাওয়া বইতে পারে রাজ্যের একাধিক জেলায়, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।
পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের মায়ানমার উপকূল ও আন্দামান দ্বীপপুঞ্জের মাঝে ফের ভারী নিম্নচাপ সৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমের জেলাগুলিতে আজ বিকেলের পর থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাসে যে ইঙ্গিত মিলছে, তাতে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের এই নিম্নচাপ আরও শক্তি বাড়াতে পারে! তবে যখন বাংলার সুন্দরবন অঞ্চলে এসে পড়বে, তখন এই ঝড়ের (Super Cyclone Yaas) শক্তি কত থাকতে পারে, এ সম্পর্কে এখনও কিছু নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ মে সকাল সকাল পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে পৌঁছে যেতে পারে সুপার সাইক্লোন ইয়াস (Super Cyclone Yaas)। সন্ধ্যায় ওই দুই রাজ্যের স্থলভাগে আছড়ে পড়তে পারে এই সুপার সাইক্লোন।
আবহাওয়া দফতরের পূর্বাভাসে যে ইঙ্গিত মিলছে, তাতে ২৩ মে থেকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘণ্টায় প্রায় ৪৫-৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ বেগ ঘণ্টায় ৬৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
২৩ মে-র পর থেকে শক্তি আর গতি বাড়িয়ে নিম্নচাপ পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলের দিকে এগিয়ে আসতে পারে। এর প্রভাবে ২৫ মে থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহবিদরা জানাচ্ছেন, আমাগী ২১ মে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় ঢুকে পড়ার কথা। এ দিকে আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞদের অনুমান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এসে পড়ার দু'দিনের মধ্যেই আন্দামান ও মায়ানমার উপকূলের মধ্যবর্তী এলাকায় নিম্নচাপ সৃষ্টির সব রকমের সম্ভাবনা রয়েছে।
আবহবিদদের অনুমান, গত বছর লকডাউনে সুপার সাইক্লোন আমফানের (Super Cyclone Amphan) মতোই এ বারেও সুপার সাইক্লোন ইয়াসের (Super Cyclone Yaas) প্রভাবে এখানকার তাপমাত্রা অনেকটাই বেড়ে যেতে পারে। শুধু তাই নয়, এর প্রভাব পড়তে পারে আসন্ন বর্ষাতেও!