Advertisement

ইউটিলিটি

Best Scooters Under 1 Lakh: এই ৫ স্কুটারের কাছে বাইকও ফেল! ১ লাখের মধ্যে দাম, গ্যালারি দেখুন

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Oct 2025,
  • Updated 9:36 AM IST
  • 1/10

Hero Xoom 125 ZX / Vx: অফার বা প্রোমোতে প্রায় ₹৯৯,৯০০-₹৮২,৮৯০ এর মধ্যে পাওয়া যায়।

  • 2/10

Hero Xoom 125 ZX / Vx এর ডিজাইন এই লিস্টে সেরার সেরা। এত মডার্ন, স্টাইলিশ দেখতে যে সবাই ঘুরে তাকাবে।

  • 3/10

TVS Ntorq 125: প্রায় ₹৮০,৯০০ এক্স শোরুম। স্পোর্টি ডিজাইন, আধুনিক ফিচার্স পাবেন।

  • 4/10

TVS Ntorq 125 এর পিক আপ দারুণ। এই কারণেই হিল স্টেশন এলাকায় এই স্কুটি বেশ জনপ্রিয়। উঁচু ঢালু রাস্তাতেও দিব্যি উঠে যায়।

  • 5/10

Suzuki Access 125: বেশ ক্লাসি দেখতে। বেস মডেল প্রায় ৭৭,২৮৪ টাকা থেকে শুরু। 

  • 6/10

Suzuki Access 125 এ ১২৫ সিসি ইঞ্জিন আছে। যাঁরা একটু মিনিমালিস্ট লুক চান, তাঁদের জন্য ভাল। বেশ কম্ফোর্টেবলও বটে।

  • 7/10

Honda Activa: বেস মডেলের এক্সশোরুম প্রায় ৭৪,৩৬৯ টাকা থেকে শুরু হচ্ছে। 

  • 8/10

১১০ সিসি ইঞ্জিন। মাইলেজ ভাল। সত্যি বলতে Activa দেশের সবচেয়ে জনপ্রিয় স্কুটারগুলি মধ্যে অন্যতম। তাই এই নিয়ে নতুন করে কিছু বলার নেই। 

  • 9/10

TVS Jupiter 110: দাম প্রায় ₹৭৭,০০০ থেকে শুরু। ১১০ সিসি ইঞ্জিন। পারফরম্যান্স মন্দ নয়। 

  • 10/10

TVS Jupiter 110 এ বড় আন্ডার-সিট স্টোরেজ (৩৩ লিটার) পাবেন। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement