Advertisement

ইউটিলিটি

Voter Card And Aadhar Card Link Last Date : আধার-ভোটার লিঙ্কের শেষদিনের সময়সীমা বাড়ল, জেনে নিন...

Aajtak Bangla
  • দিল্লি,
  • 22 Mar 2023,
  • Updated 2:46 PM IST
  • 1/6

ভোটারের সঙ্গে আধার লিঙ্কের (Voter Card And Aadhar Card Link) সময়সীমা বাড়াল কেন্দ্র। আধার সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করার সময় সীমা আগামী ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত বাড়ানো হল। 

  • 2/6

সময়সীমা বাড়ানোর বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আইন ও বিচার মন্ত্রক। এর আগে, আধারের সঙ্গে ভোটার লিঙ্ক করার শেষ দিন ছিল ১ এপ্রিল ২০২৩। 

  • 3/6

গত জুনে এক বিজ্ঞপ্তিতে কেন্দ্র সরকার ২ এপ্রিল ২০২৩-কে শেষ তারিখ হিসাবে ঘোষণা করেছিল।

  • 4/6

বলা হয়েছিল, ভোটাররা একটি নতুন ফর্ম ফিল-আপ করে ভোটার আইডির সঙ্গে লিঙ্ক করার জন্য নিজেদের আধার নম্বর জমা দিতে পারেন৷ 

  • 5/6

এই বিষয়ে প্রচার অভিযানও চালিয়েছিল নির্বাচন কমিশন। সেখানে রেজিস্টার্ড ভোটারদের থেকে তাঁদের আধার নম্বর সংগ্রহ করার চেষ্টা চালানো হয়েছিল। 

  • 6/6

অন্যদিকে প্যান কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক (PAN Aadhaar Link) করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ দিন হয়ে উঠতে চলেছে আগামী ৩১ মার্চ। কারণ তারপর প্যান ও আধার লিঙ্ক করানোর ক্ষেত্রে গুণতে হবে ১০ হাজার টাকা। 

আরও পড়ুন - রাত পোহালেই হিন্দু নববর্ষ, নতুন বছরে মেপে পা ফেলুন ৫ রাশি

Advertisement
Advertisement