Advertisement

EPFO New Rules : PF অ্যাকাউন্টের সঙ্গে এখনও PAN লিঙ্ক করেননি? কাটবে দ্বিগুণ টাকা

EPFO New Rules: সম্প্রতি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPFO)-এর তরফ থেকে PF অ্যাকাউন্টে জমা করা পরিমাণের ওপর কর সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকাগুলি বিশেষত বেসরকারী সেক্টরের এই ধরনের কর্মচারীদের সঙ্গে সম্পর্কিত।

পিএফ অ্যাকাউন্টের সঙ্গে প্যান লিঙ্ক না করা থাকলে বেশি টাকা দিতে হবে (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 11 Apr 2022,
  • अपडेटेड 11:54 AM IST
  • সম্প্রতি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPFO)-এর তরফ থেকে PF অ্যাকাউন্টে জমা করা পরিমাণের ওপর কর সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে
  • এই নির্দেশিকাগুলি বিশেষত বেসরকারী সেক্টরের এই ধরনের কর্মচারীদের সঙ্গে সম্পর্কিত
  • যাদের পিএফ অ্যাকাউন্টে অবদান এক বছরে ২.৫ লাখ টাকার বেশি

EPFO New Rules: সম্প্রতি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPFO)-এর তরফ থেকে PF অ্যাকাউন্টে জমা করা পরিমাণের ওপর কর সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকাগুলি বিশেষত বেসরকারী সেক্টরের এই ধরনের কর্মচারীদের সঙ্গে সম্পর্কিত। যাঁদের পিএফ অ্যাকাউন্টে অবদান এক বছরে ২.৫ লাখ টাকার বেশি। সরকারি কর্মচারীদের জন্য অবদানের এই সীমা ৫ লাখ টাকা।

নয়া নির্দেশিকার যা বৈশিষ্ট্য
EPFO-এর নতুন নির্দেশিকা অনুসারে, যদি ২.৫ লক্ষ টাকার বেশি বার্ষিক অবদান সহ PF অ্যাকাউন্টগুলি চূড়ান্ত নিষ্পত্তি বা স্থানান্তরের অবস্থায় না থাকে, তবে এই অ্যাকাউন্টগুলি থেকে TDS-এর পরিমাণ কেটে নেওয়া হবে।

সুদের ঋণের দিনেই তা করা হবে। একই সময় EPFO ​​থেকে EPFO ​​বা EPFO ​​থেকে অব্যাহতিপ্রাপ্ত সংস্থানে পিএফের পরিমাণ স্থানান্তর করার সময়, পিএফ অ্যাকাউন্টের ফাইল নিষ্পত্তির সময় টিডিএস ধার্য করা হবে।

আরও পড়ুন: BJP-র বাম-দশা! ৪-এর মধ্য়ে ৩ আসনে জামানত খোয়াল পদ্ম

মৃত্যুর সময়ও টিডিএস প্রযোজ্য হবে
EPFO জানিয়েছে যে অ্যাকাউন্টধারীর মৃত্যুর পরেও TDS ধার্য করা হবে। এর কারণ ব্যাখ্যা করে, ইপিএফও বলেছে যে এটা জীবিত সদস্যের জন্য। এর পাশাপাশি, ভারতীয় কর্মীদের মতো, আন্তর্জাতিক কর্মীদের জন্যও টিডিএস প্রযোজ্য হবে।

আরও পড়ুন: পৌষমেলার অনুমতি চাই, না হলে আন্দোলনের হুঁশিয়ারি ব্য়বসায়ী সংগঠনের

আরও পড়ুন: রাসায়নিক দিয়ে যৌনাঙ্গ ছেদ! এবার ধর্ষকদের শাস্তি পাকিস্তানে

যদি PAN PF অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা না থাকে..
যদি কোনও ব্যক্তির বৈধ প্যান কার্ড পিএফ অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকে তবে তাঁকে ১০ শতাংশ হারে টিডিএস দিতে হবে। একই সময়ে, যদি PF অ্যাকাউন্ট PAN-এর সঙ্গে যুক্ত না থাকে, তাহলে সেই ব্যক্তিকে ২০ শতাংশ হারে TDS দিতে হবে। এর মানে হল যে যদি PAN PF অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা না থাকে তবে আপনাকে প্রায় দ্বিগুণ ট্যাক্স দিতে হবে।

Advertisement

যা হোক, যদি টিডিএসের পরিমাণ ৫ হাজার টাকা থেকে যায়, তাহলে PF গ্রাহকের অ্যাকাউন্টে ক্রেডিট সুদ থেকে কোনও কাটা হবে না। গ্রাহকের ব্যক্তিগত করের দায় তার মোট করের প্রতি অব্যাহত থাকবে।

একই সময়ে, অনাবাসীদের ক্ষেত্রে, বৈধ PAN অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা হোক বা না হোক, অনাবাসীদের ক্ষেত্রে ৩০ শতাংশ করের দায় থাকবে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement