একটা আস্ত বানরকে গিলে ফেলে বিপাকে অজগর। সেই বানরকে হজমই করতে পারেনি সাপটি, উল্টে ওই অজগরেই জীবন বিপন্ন হতে বসেছিল। গুজরাটের ভদোধরা থেকেই এই ঘটনা সামনে এসেছে। (প্রতীকী ছবি)
বন দফতর এ বিষয়ে জানতে পেরে সঙ্গে সঙ্গে অজগরটিকে একটি ঝিলের পাশ থেকে উদ্ধার করা হয়। বন্যপ্রাণী উদ্ধার কর্মী রাওয়াল বলেন, "কিছুক্ষণের পরিশ্রমের পর আমরা অজগরটিকে ধরতে সক্ষম হই এবং আমরা এটিকে করেলিবাগের উদ্ধার কেন্দ্রে নিয়ে এসেছিলাম। পরবর্তীতে অজগরটি বমি করে দেয়।" কারণ অজগরটি বানরটিকে খেয়ে হজম করতে পারেনি।
অজগরটির অবস্থা এখন ভালো নেই। কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। একেবারে সুস্থ হলেই তবে তাকে ছাড়া হবে বলে জানা গিয়েছে।
অজগরটিকে প্রথমে গ্রামবাসীরা দেখতে পান। তারপরেই বন দফতরে খবর দেওয়া। বন দফতরের তৎপরতায় অজগরটিতকে উদ্ধার করা হয়।
বানরটিকে প্রাণে বাঁচানো যায়নি। অজগরটি আপাতত একজন পশু চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে। সুস্থ হলেই বনে ছাড়া হবে।