বাবা-মায়েরা সন্তানদের সুরক্ষার জন্য কতকিছুই করেন। এবার এক মা তাঁর সন্তানের সুরক্ষার জন্য মার্সিডিস বেঞ্জ (Mercedes Benz) গাড়ি উপহার দিলেন। মহিলা জানচ্ছেন, ওই গাড়িতে অতিরিক্ত সিট থাকায় তাঁর সন্তান পোষ্যদের নিয়ে আরামে যাতায়াত করতে পারবে। গতমাসেও তিনি এই একই গাড়ি উপহার দেন। (সব ছবি সূত্র-ইনস্টাগ্রাম)
ঘটনাটি অস্ট্রেলিয়ার (Australia)। সেখানকার এক মহিলা তাঁর ৯ বছরের মেয়ে এবং ৭ বছরের ছেলেকে মার্সিডিস বেঞ্জ GLC250 গাড়ি উপহার দিয়েছেন। তিনি বলেন, সন্তানের সুরক্ষার ক্ষেত্রে টাকা কোনও বাধা নয়।
রক্সি জ্যাসেঙ্কো নামে অস্ট্রেলিয়ার ওই মহিলা ব্যবসায়ী তাঁর সন্তান, পিক্সি ও হান্টারের জন্য দ্বিতীয় গাড়ি কিনেছেন। এর জন্য তিনি তাঁর বাজেটের ৩ গুণ বেশি খরচও করেছেন।
নতুন সাত সিটের মার্সিডিস বেঞ্জ গাড়িটি কিনতে ১ কোটি টাকারও বেশি খরচ হয়েছে ওই মহিলার। এর ফলে পরিবারের পোষ্যদের নিয়ে তাঁর সন্তানরা একসঙ্গে যাত্রা করতে পারবে বলেই মনে করছেন ওই মহিলা।
ইনস্টাগ্রামে গাড়ির একটি ছবি পোস্ট করে মহিলা লেখেন, এই বিশেষ উপহারটি পিক্সি ও হান্টারকে দেওয়া হল, যাতে ৭টি সিট রয়েছে। এতে ঘরের পোষ্যরাও যেতে পারবে।
ছোট ভাই ও গাড়ি নিয়ে ছবি পোস্ট করেছে পিক্সিও। তবে কেউ কেউ এই উপহারকে অপ্রয়োজনীয় বলেছেন। কেউ আবার এই উপহারের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন।
গাড়ি কেনার বিষয়ে ওই মহিলা আরও জানিয়েছেন, স্কুলে যাতায়াতের সময় যাতে পিক্সি ও হান্টার সুরক্ষিত থাকে, সেই কারণেই তিনি গাড়ি কিনেছেন।