Advertisement

ভাইরাল

Birbhum : রেললাইনে দু'পা হারিয়ে এখন হুইলচেয়ারে ঘুরছে সারমেয় 'হলু', ছবি VIRAL!

ভাস্কর মুখোপাধ্যায়
  • লাভপুর,
  • 21 Nov 2021,
  • Updated 6:59 PM IST
  • 1/14

বীরভূমের লাভপুরের 'হলু'। তার দু'টি পা কিছুদিন আগে কাটা পড়ে রেললাইনে। তবে হলু এখন সে দিব্যি ছুটে বেড়াচ্ছে তার কৃত্রিম পা নিয়ে। যার পুরো কৃতিত্বটাই যায় এক স্বেচ্ছাসেবী সংস্থার।

  • 2/14

মানুষের ক্ষেত্রে আমরা হুইলচেয়ারের ব্যবহারের কথা জানি। সেই জিনিসই হলুর জন্য কাজে লাগানো হল। আর ফলও দিয়েছে জবরদস্ত। এদিক সেদিক ঘুরঘুর করছে হলু।

  • 3/14

পা হারানোর ধাক্কা সহ্য করতে পারেনি সে। মনমরা হয়ে গিয়েছিল বেশ। সে কথা ধরতে পেরেছিলেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত মানুষজন।

  • 4/14

তবে তারাও হাল ছাড়ার কথা ভাবেননি। বরং ভেবেছেন কী করে এই সমস্যার সমাধান করা যায়।

  • 5/14

বলা যেতে পারে, সে সাফল্য তাঁরা পেয়ে গেলেন। আর খুশি ছড়িয়েছে হলুর জীবনে। হাঁটাচলার জন্য আর ভাবতে হচ্ছে না।

  • 6/14

অনেকটা আগের মতোই সে ঘুরে ঘুরে বেরাচ্ছে।

  • 7/14

বেশ কিছুদিন আগে বীরভূমের সিউড়ির ওই স্বেচ্ছাসেবী সংস্থার কাছে খবর আসে লাভপুরের রেললাইনে কাটা পরে একটি সারমেয়র পেছনের দু'টি পা। যার নাম হলু। 

  • 8/14

খবর পেতেই সারমেয়টিকে নিয়ে আসা হয় সিউরিতে। তারপর এই সংস্থার কাছেই সিউড়ি প্রাণী হাসপাতালে বেশ কয়েকদিন চিকিৎসা চলে হলুর। 

  • 9/14

তাকে বাঁচাতে একটি সার্জারি করে বাদ দিতে হয় সারমেয়টির পেছনের দু'টি পা।

  • 10/14

তবে শারীরিক ভাবে সুস্থ হলেও অন্যান্য সারমেয়দের মতো হেঁটে বেড়াতে না পেরে মন মরা হয়ে থাকত সে। ওই সংস্থার সদস্যদের ধারণা, হলু মানসিক ভাবে ভেঙে পড়ছে। 

  • 11/14

তাই হলুর জন্য কৃত্রিম পায়ের ব্যবস্থা করে তারা। 

  • 12/14

সাধারণত মানুষের জন্য ব্যবহৃত হুইলচেয়ার এর ধারণা থেকেই তারা তৈরি করে ফেলে সারমেয়র হুইলচেয়ার বা কৃত্রিম পা।

  • 13/14

আর সেটি তৈরি হতে না হতেই লাগিয়ে দেওয়া হয় হলুর বাদ দেওয়া পায়ের জায়গায়।

  • 14/14

এখন লাভপুরবাসীর প্রিয় হলু কৃত্রিম পা নিয়ে দিব্বি ছুটে বেড়াচ্ছে তার বন্ধুদের সঙ্গে। 'নির্বাকন্নর' নামে ওই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দিব্যি ঘুরে বেড়াচ্ছে সে।

Advertisement
Advertisement