Birbhum District Police: পুলিশের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তবে বীরভূমে একেবারে অন্য ভূমিকায় দেখা গেল তাদের। রাস্তা মেরামত করছেন তাঁরা।
পুরসভার ভোট করে হবে, তা ঠিক নেই। সিউড়ির বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা বেহাল। কোথাও রাস্তা খারাপ হয়ে গিয়েছে। আবার কোথাও বা রাস্তায় দেখা দিয়েছে গর্ত। এর ফলে যানবাহন থেকে হাঁটাচলা-সব ক্ষেত্রেই সমস্যা দেখা দিচ্ছে। আর সেই সারাইয়ের কাজে হাত লাগাল পুলিশ। তাদের এই কাজে দেখে বেজায় খুশি সিউড়ির বাসিন্দারা।
তারা তো বেশ চমকে গিয়েছে এমন দৃশ্য দেখে। কারণ বেশিরভাগ মানুষের কাছে পুলিশ মানে গম্ভীর চেহারার মানুষজন। যারা চোরডাকাত ধরে। আর যাদের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ।
কোদাল-বেলচা নিয়ে পুলিশ কর্মীরা রাস্তা মেরামত করছেন। বীরভূম জেলাশাসকের দফতরের সামনে এ দৃশ্য দেখে হতবাক হয়ে যান সকলে। জেলাশাসক বা পুলিশ সুপার এবং জেলা প্রশাসনের পদাধিকারীদের অফিস যাওয়ার পথটি অনেক দিন মেরামতের অভাবে বিপর্যস্ত হয়ে আছে। দুর্ঘটনার আশঙ্কা বাড়ছিল। তবে এদিন তার চেহারাই যেন বদলে গেল। কারণ পুলিশের ভূমিকা।
এমন অবস্থায় পুলিশ কর্মী-আধিকারিকরা মিলে ইঁটের টুকরো দিয়ে খানা-খন্দ মেরামত করে পথকে সাময়িক চলাচলের উপযোগী করে তুললেন।
নিয়ে আসা হল রোড রোলার। সমান করা হল রাস্তার গর্ত। বাঁহাতে কোদাল আর ডান হাতে মোবাইল ফোন নিয়েও অনেক পুলিশ কর্মী কাজে হাত লাগলেন। পুলিশের এমন ভাবমূর্তি তৈরি করা, পুলিশকে বন্ধুর মতো ইমেজে গড়ার যে লাগাতার প্রয়াস চলছে। বিভিন্ন জায়গায় নানা কর্মসুচির মাধ্যমে তা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সিউড়ির ঘটনাকে তারই অঙ্গ বলা যায়। পুরসভার ভোট কবে হবে, তার পর কাজ হবে সেই ভরসায় না থেকে একদম দুয়ারে পুলিশ। তবে পুলিশের এই ভূমিকায় খুশি সিউড়ির সাধারণ মানুষরা।
অনেকে আবার সে দৃশ্য মোবাইলে বন্দি করে ফেলেছেন। অনেকে তার ভিডিও-ও করেছেন। এ এক অভিনব দৃশ্য, সন্দেহ নেই কারও।