Advertisement

ভাইরাল

PHOTOS : ১২ বছরের সঙ্গী পোষ্য 'টনি'কে বিদায়, হামলে পড়ল গ্রাম

Aajtak Bangla
  • সমস্তিপুর,
  • 19 May 2021,
  • Updated 2:38 PM IST
  • 1/5

বিহারের সমস্তিপুরের ঘটনা। ওই জেলার বিদ্যাপতিনগরের শেরপুর মঙ্গলবার পালিত এক কুকুরের শেষকৃত্য হল সব নিয়ম মেনে। পুরো গ্রাম যোগ দিল সেখানে।

  • 2/5

আর এর হাত ধরেই এ এক অন্য ঘটনার সাক্ষী থাকল বিহারের এই গ্রাম। করোনাভাইরাস ত্রাস তৈরি করেছে দেশে। রোজই বাড়ছে আক্রান্তের সংখা। মানুষের মৃত্যু হচ্ছে। মরদেহের শেষকৃত্য সম্পন্ন না করে লাশ ভাসিয়ে দেওয়া হচ্ছে নদীতে। সেখানে পোষ্যর মরদেহের শেষকৃত্য সম্পন্ন হল নিয়ম মেনে।

  • 3/5

বিদ্যাপতিনগরের শেরপুরের দিয়ারার বাসিন্দা নরেশ শাহ। তাঁর একটি পোষ্য ছিল। সেটি একটি কুকুর। সেটি মারা গিয়েছে। আর তারপর সেটির শেষকৃত্য সম্পন্ন হয়েছে হিন্দু রীতিনীতি মেনে। আর এই কাজ করে তিনি পোষ্য-প্রেমের এক উদাহরণ হয়ে উঠলেন। গ্রামে শোকযাত্রা বের করা হয়। সেখানে ছিল ব্যান্ড, বাজনা। সেখানে অনেক মানুষ যোগ দিয়েছিলেন। তাঁরা আবেগপ্রবণ হয়ে পড়েন। তবে এর মাঝে তাঁরা করোনা-বিধি ভুলে গিয়েছিলেন। অনেকে মাস্ক পরেননি বলে অভিযোগ উঠেছে।

  • 4/5

সেটি ছিল নরেশ শাহর কুকুর। তার নাম ছিল টনি। তিনি তাকে মেলা থেকে কিনেছিলেন। ১২ বছর আগে এক মেলা থেক তিনি সেটিকে কিনেছিলেন। আর তারপর থেকে সেটি তাদের সঙ্গী হয়ে উঠেছিল।

  • 5/5

নরেশ পেশায় গ্রামীণ চিকিৎসক। তিনি জানান, শোনপুরের মেলায় গিয়েছিলেন তিনি। তা-ও ১২ বছর আগে। তখন বিদেশি প্রজাতির এই কুকুর কেনা হয়। তখন সে খুব ছোট ছিল। সে আমার সামনেই বেড়ে ওঠে। আমি সেটিকে বড় করে তুলি। এদিকে, পোষ্যর শেষকৃত্য সম্মানের সঙ্গে করা হল। টোনির জন্য় তৈরি করা হয় চিতা। ফুল, মালা দিয়ে সাজানো হয় সেটিকে। গ্রামে যখন শবযাত্রা শুরু হয়, এক এক করে মানুষ যুক্ত হতে থাকেন সেখানে।

Advertisement
Advertisement