তালেবানি শাসন ফেরার সঙ্গে সঙ্গে আফগানিস্তানের মানুষ আতঙ্কিত। এই আতঙ্কে ভরা পরিবেশে তালেবান যোদ্ধাদের অনেক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এরমধ্য়ে বর্বর এবং হিংস্র তালেবান যোদ্ধাদের কিছু ছবি খুবই মজার, যা দেখে আপনিও হাসি চেপে রাখতে পারবেন না। আসুন দেখা যাক তালিবানদের কিছু অদ্ভুত ছবি ও ভিডিও।
তালিবান যোদ্ধাদের বেশকিছু মজার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। একটি ছবিতে দেখা যাচ্ছে তালিবান যোদ্ধারা কাবুলে পার্লামেন্টের ভেতরে অস্ত্র নিয়ে উপস্থিত। যোদ্ধারা সংসদ ভবনের ভেতরে বন্দুক নিয়ে ঘুরছে।। এই ছবি দেখে নেটিজেনরা কটাক্ষ করে বলছেন যে আফগানিস্তানে আর আইন থাকবে না, এটি বন্দুক দিয়ে চলবে।
আরেকটি ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, একজন তালিবান যোদ্ধা AK-47 নিয়ে সাইকেল চালাচ্ছেন। একটি জলের পাত্র সাইকেলের সামনে ঝুলিয়ে রাখা হয়েছে। সেই তালিবানি যোদ্ধা বিপজ্জনক অস্ত্র নিয়ে রাস্তায় অবাধে ঘোরাফেরা করছেন।
ভাইরাল হওয়া আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, সাদা টুপি পরিহিত একজন ব্যক্তি রাস্তার মাঝখানে ট্রাফিক সার্জেন্টের মতো দাঁড়িয়ে আছেন হাতে বাঁশি নিয়ে। তার কাঁধেও একটি AK-47 রাইফেলও ঝুলছে। টেনিজেনরা মজা করে তাকে আফগানিস্তানের নতুন 'ট্রাফিক ইন্সপেক্টর' বলছেন।
আরেকটি ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, দুই তালিবান বসে আছেন একটি অফিসে। সামনে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। অফিসের দেওয়ালে ঝুলছে একটি AK-47 রাইফেল। নেটিজেনরা ব্যঙ্গ করে বলছেন যে সম্ভবত এটিই প্রথম সরকারি কার্যালয়, যেখানে প্রকাশ্যে বিপজ্জনক অস্ত্র প্রদর্শিত হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আরেকটি ছবিতে কিছু তালিবান যোদ্ধাকে আইসক্রিম খেতে দেখা যাচ্ছে। নজর কাড়া বিষয় হলো এখানেও তাদের হাতে রাইফেল ঝুলছে। তাদের এক হাতে আইসক্রিম এবং অন্য হাতে AK-47 রাইফেল। আরকটি ভিডিওতে দেখা যাচ্ছে এক তালিবান সেনা অস্ত্র নিয়ে জিম করছেন।
কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তালিবান যোদ্ধাদের শহরের বিনোদন পার্কে বাচ্চাদের বিভিন্ন রাইডে চড়ে মজা করতে দেখা যাচ্ছে। একটি ভিডিওতে, তালিবানদের জিমে ওয়ার্কআউট করতেও দেখা গেছে। কিছু টেনিজেন এটা নিয়ে মজা করছেন আবার কেউ কেউ ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন।