Advertisement

পশ্চিমবঙ্গ

PHOTOS: ঘরেই ঘাপটি মেরে বিষধর চন্দ্রবোড়া, জোর বাঁচলেন শান্তিপুরের এই পরিবার

বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়
  • শান্তিপুর,
  • 19 Aug 2021,
  • Updated 2:11 PM IST
  • 1/7

রাত বারোটার পর গৃহস্থ বাড়ি থেকে উদ্ধার হলো বিষধর চন্দ্রবোড়া সাপ। চরম আতঙ্ক থেকে মুক্তি পেল পরিবার ও প্রতিবেশীরা।

  • 2/7

 দীর্ঘদিন ধরেই নদীয়া তথা শান্তিপুরের বিভিন্ন প্রান্তে বিশেষ করে গৃহস্থ বাড়ি থেকে বিষধর গোখরো,  চন্দ্রবোড়া, কালাচ  সাপ উদ্ধার করার বহু ঘটনা ঘটেছে। বিশেষ করে  নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত পৌরসভা ও পঞ্চায়েত এলাকায় সারা বছর ধরেই বিষধর সাপের উদ্ধারের খবর মেলে। 
 

  • 3/7

আর শান্তিপুরের সাপ উদ্ধার মানেই অনুপম সাহা।  রাত বারোটার পরে অনুপম সাহা শান্তিপুরের পাবনা কলোনিতে গিয়ে নিজে হাতে  বিষধর চন্দ্রবোড়া সাপটি  উদ্ধার করেন  গৃহস্থ বাড়ি থেকে।  
 

  • 4/7

জানা যাচ্ছে,  চায়ের ব্যাবসায়ী মদনমোহন দাস বুধবার রাতে বাড়ি ফিরে দেখেন সেখানে হাজির একটি চন্দ্রবোড়া। দেখেই তো দাস পরিবার ও প্রতিবেশী পিলে চমকে যায়। 

  • 5/7

  শোবারঘরের দরজার  সামনে দেখতে পাওয়া যায়  বিষধর চন্দ্রবোড়া সাপটিকে।
 

  • 6/7

তবে ৩০  মিনিট পরেই  অনুপম সাহা  সেই বাড়িতে উপস্থিত হয়ে উদ্ধার করেন  বিষধর চন্দ্রবোড়া সাপটিকে। 

  • 7/7

 রাতেই  সেটিকে শান্তিপুরের বাহাদুরপুর পলাশ গাছি বন দফতরের বিট অফিস  পৌঁছে দেওয়া হয়।

Advertisement
Advertisement