Advertisement

ভাইরাল

Gandhi Jayanti : অভিনব! ২০ কেজির কেক কেটে গান্ধী জয়ন্তী পালন নওদায়

গোপাল ঠাকুর
  • নওদা,
  • 02 Oct 2021,
  • Updated 11:18 PM IST
  • 1/17

Gandhi Jayanti: নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার সাড়ম্বরে  পালিত হল ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রাণপুরুষ তথা জাতির জীবন জনক মহাত্মা গান্ধীর জন্মদিবস। কাটা হল ২০ কেজি ওজনের কেক।

  • 2/17

ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে করমচাঁদ মোহনদাস গান্ধী তথা মহাত্মা গান্ধীর নাম স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে। ২ অক্টোবর গান্ধীজির জন্মদিন সারা দেশে গান্ধী জয়ন্তী হিসেবে পালিত হয়ে থাকে।

  • 3/17

শনিবার, ২ অক্টোবর সারা দেশের সঙ্গে মুর্শিদাবাদ জেলা জুড়ে গান্ধী জয়ন্তী বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে পালিত হয়। 

  • 4/17

জেলার প্রতিটি ব্লকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব গান্ধী জয়ন্তী পালন করে। তবে নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনব উপায়ে নওদা থানার আমতলা বয়েজ ক্লাবের প্রাঙ্গণে গান্ধীজির জন্মদিন পালন করা হয়।

  • 5/17

 গান্ধীজির অহিংস নীতিকে তুলে ধরে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পথচারীদের মধ্যে কেক, গোলাপফুল, মাস্ক, স্যানিটাইজার বিতরণ করা হয়।

  • 6/17

নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সফিউজ্জামান শেখের নেতৃত্বে সমস্ত কর্মসূচি পালিত হয়।

  • 7/17

সফিউজ্জামান বলেন, গান্ধীজি ছিলেন অহিংস নীতিতে বিশ্বাসী। অহিংস নীতিকে সামনে রেখে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেন।

  • 8/17

তিনি বলেন, গান্ধীজির অহিংস আন্দোলনের ফলেই সাম্রাজ্যবাদী শক্তি ইংরেজরা আমাদের দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়।

  • 9/17

তিনি আরও বলেন, বর্তমানে পৃথিবী জুড়ে এই অশান্তির পরিমণ্ডলে গান্ধীজির অহিংস নীতি শান্তি ফিরিয়ে আনতে পারে। আমাদের সর্বময় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অহিংস নীতিতে বিশ্বাস করেন। 

  • 10/17

মুখ্যমন্ত্রীর নির্দেশে কেক কেটে গান্ধী জয়ন্তী পালন করেছি। 

  • 11/17

এলাকার এক কিশোরকে গান্ধীজি সাজিয়ে সামনে রেখে শোভাযাত্রা বের করা হয়।

  • 12/17

বয়েজ ক্লাব থেকে শোভাযাত্রা বেরিয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে।

  • 13/17

২০ কেজি ওজনের কেক কেটে গান্ধীজির জন্মদিবস পালন করেন। পরে ওই কেক সকলের মধ্যে বিতরণ করা হয়।

  • 14/17

অহিংসা ও ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পথচারীদের মধ্যে গোলাপ বিতরণ করা হয়।

  • 15/17

তৃণমূল কথা কংগ্রেসের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী থেকে আমজনতা।

  • 16/17

এলাকার এক ব্যবসায়ী বলেন, বর্তমানে সর্বত্র হিংসার পরিবেশ।

  • 17/17

তিনি আরও বলেন, তবে শুধু জন্মদিন পালন করলেই হবে না। মহাত্মা গান্ধীর আর্দশ ও কর্মপন্থাকেও অবলম্বন করতে হবে।

Advertisement
Advertisement