Advertisement

ভাইরাল

আড়াই কিলোর হাত, কেউ বলতো 'শয়তানের বাচ্চা', সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় কলিম

Aajtak Bangla
  • দিল্লি,
  • 03 Oct 2021,
  • Updated 11:08 AM IST
  • 1/8

দুটি হাতের ওজন আড়াই কিলো করে। যার জন্য ছোট থেকেই অনেক লাঞ্ছনার শিকার হতে হয়েছে ১২ বছরের কলিমকে। কিন্তু হার না মেনে, নিজের দুর্বলতাটাকেই নিজের অ্যাডভান্টেজে পরিণত করেছে সে। এখন সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় কলিম। তাঁর সামনে এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়ার স্বপ্ন। 
 

  • 2/8

ঝাড়খন্ডের বোকারো শহরের মহম্মদ কলিমের হাত ছোট বেলা থেকেই অন্যরকম। প্রথমে বাড়ির লোকেরা তা বুঝতে পারেননি। পরে যখন বুঝতে পারেন, তখন চিকিৎসা শুরু করেন। কিন্তু কোনও লাভ হয়নি। 
 

  • 3/8

কলিমের বাড়িতে রয়েছেন বাবা, মা, এক ভাই ও এক বোন। 
 

  • 4/8

কলিমের হাতে সমস্যা থাকায় সে নিজে ভাল করে ফোন ব্যবহার করতে পারে না। তার কাকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট (mohhamad_asif_razwi) থেকে ভিডিও পোস্ট করা হয়। কলিম জানাচ্ছে, তার কাকাই তাকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেওয়ার বুদ্ধি দেয়। ভিডিওতে কলিমের সঙ্গে তার কাকা আসিফকেও দেখা যায়। 
 

  • 5/8

কলিম জানাচ্ছে, এক সময় তাকে তার বয়সী ছেলেমেয়ে ও স্কুলের বন্ধুদের থেকে অনেক লাঞ্ছনা পেতে হয়েছে। এমনতী বড়রাও তাকে কথা শোনাত। কেউ কেউ তো 'শয়তানের বাচ্চা' বলেও ডাকত। তবে এখন পরিস্থিতি বদলেছে। এখন সবাই তার সঙ্গে ভাল করে কথা বলে। 

  • 6/8

নিত্যদিনের কাজকর্মে মূলত জামাকাপড় বদলাতে তাকে সবচেয়ে বেশ সমস্যার সম্মুখীন হতে হয় বলে জানাচ্ছে কলিম। তবে স্নান, খাওয়া দাওয়ার ক্ষেত্রে তার মা তাকে সাহায্য করেন। ইনস্টাগ্রামে এমন কিছু ভিডিও রয়েছে যেখানে কলিমকে কসরৎ করতে এবং নিজে হাতে খাবার খেতেও দেখা যাচ্ছে। 
 

  • 7/8

নিজের চিকিৎসার বিষয়ে বলতে গিয়ে কলিম জানায়, একজন ধনী ব্যক্তি তাকে সুস্থ করার জন্য অর্থ সাহায্য করেছিলেন, কিন্তু তাতে কোনও লাভ হয়নি। কলিম জানাচ্ছে, এখন কেউ তাকে হাত নিয়ে কথা শোনালে সে বলে, 'আমায় প্রকৃতি এমন তৈরি করেছে, এতে আমি কী করতে পারি?'

  • 8/8

নিজের ভবিষ্যৎ নিয়ে কলিম জানায়, পড়াশোনায় তার খুব বেশি মন নেই। সে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। তবে ভবিষ্যতে স্যোশাল মিডিয়ার মাধ্যমেই কিছু করতে চায় সে। মানুষের মনোরঞ্জনের মধ্যে দিয়ে ভাল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়ারই ইচ্ছা রয়েছে তার। 

Advertisement
Advertisement