Advertisement

ভাইরাল

Hooghly Arambagh Tarakeshwar Monkey Killed in Rail Accident : আরামবাগে রেল দুর্ঘটনায় হনুমানের মৃত্যু, শেষকৃত্য সারলেন গ্রামবাসীরা, VIRAL

ভোলানাথ সাহা
  • তারকেশ্বর,
  • 14 Mar 2022,
  • Updated 3:50 PM IST
  • 1/12

Hooghly Arambagh Tarakeshwar Monkey Killed in Rail Accident: ট্রেনের ধাক্কায় মৃত হনুমানের সৎকার করলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার আরামবাগের ব্লকের তেঘড়ি এলাকায়। 

  • 2/12

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে আরামবাগ-তারকেশ্বর রেললাইনের আরামবাগের মায়াপুর দুই গ্রাম পঞ্চায়েতের তেঘড়ি এলাকায় হনুমানের একটি দল রেললাইনের ওপরে বসেছিল।

আরও পড়ুন: মা সারদার জন্মতিথিতে বেলুড়ে ভক্তরা, আবেগে চোখে জল

  • 3/12

হঠাৎই ওই লাইনে ট্রেন চলে আসায় হনুমানের দলটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় একটি হনুমানের পা আটকে যায় রেললাইনের পাতে।  

  • 4/12

সবাই কোন রকমে পালিয়ে বাঁচলেও ওই হনুমানটি পালাতে পারেনি। ফলে চলন্ত ট্রেন চাপা দিয়ে চলে যায়। এরপর দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা গ্রামবাসীরা দুর্ঘটনাগ্রস্ত রক্তাক্ত অবস্থায় হনুমানটিকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেল মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

  • 5/12

এরপর গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে ওই মৃত হনুমানের দেহটি গ্রামের একটি জায়গায় সৎকার করার সিদ্ধান্ত নেয়। গ্রামবাসীদের উদ্যোগেই ওই মৃত হনুমানের দেহটি সৎকার করা হয়। 

  • 6/12

আরও জানা গিয়েছে, এর আগে ও এই গ্রামে বেশ কয়েকটি হনুমান বিভিন্ন দুর্ঘটনায় মারা গিয়েছিল। 

  • 7/12

গাছের ডালে ঝোলার সময় ইলেকট্রিকের শক খেয়ে ও গাড়ির ধাক্কায় মারা যায়। সেই সময় ও গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে ওই মৃত হনুমানগুলির দেহ সৎকার করেছিল। 

  • 8/12

গ্রামবাসীরা জানাযন, এই দুর্ঘটনা হওয়ার পরে হনুমানের মৃত্যু হয় তাই গ্রামবাসীদের পক্ষ থেকে গ্রামের এক প্রান্তে অনুমানটি দেহটি সমাহিত করা হয়। এবং সমাধিস্থলে আগামী দিনে গ্রামবাসীদের উদ্যোগেই বজরং বলির একটি মন্দির প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

  • 9/12

কারণ এই এলাকায় বজরং বলি মন্দির নেই। অন্যান্য দেবদেবীর মূর্তি থাকলেও এই তেঘড়ি গ্রামে বজরং বলির মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আর আগামী দিনে এই মন্দিরকে কেন্দ্র করে বহু মানুষ এখানে এসে পুজা-অর্চনা করবেন। 
 

  • 10/12

সেখানকার এক বাসিন্দা স্বরূপ দাস জানান, সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ আরামবাগ-তারকেশ্বর রেললাইনের ওপর একটি হনুমানের দল বসেছিল। হঠাৎই তারকেশ্বর থেকে আরামবাগগামী একটি ট্রেন লাইনে চলে আসায় হনুমানগুলি যে যেদিকে পারে না পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু একটি হনুমানের পা লাইনে আটকে যায়। পালাবার চেষ্টা করলেও কোনও রকমের সে পালাতে পারেনি।

  • 11/12

তিনি বলেন, অন্যান্য হনুমান করলে পালিয়ে প্রাণে বাঁচে। কিন্তু ওই হনুমানটিকে চলন্ত ট্রেনে চাপা দিয়ে চলে যায় সঙ্গে সঙ্গেই বেশ কয়েকজন মিলে আমরা উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাই। কিন্তু শেষরক্ষা হয়নি মৃত্যু হয় ওই হনুমানটির। 

  • 12/12

তিনি আরও বলেন, এরপর আমরা গ্রামবাসীরা মিলেই শেষকৃত্য সম্পন্ন করি। গ্রামের এক প্রান্তে হিন্দু শাস্ত্র মতে মাটি খুঁড়ে ফুল ও নামাবলী দিয়ে তার সৎকার করা হয়। আগামী দিনে ওই স্থানে একটি বজরং বলির মন্দির প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে তেঘড়ি গ্রামের বাসিন্দাদের পক্ষ থেকে।

Advertisement
Advertisement