কিং কোবরার শিকার আরেক কিং কোবরা। সম্প্রতি এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে। (ছবি-প্রতীকী, গেটিইমেজেস)
ছবিটি পোস্ট করেছেন প্রবীন কাসওয়ান। সেখানে তাঁর তোলা একটি ছবিতে দেখা যাচ্ছে, এক কিং কোবরা অপর এক বিষধরকে গিলছে।
জানা গিয়েছে, কোবরা বেশিরভাগ সময়েই সাপই ভক্ষণ করে থাকে। বাকি সরীসৃপ কিংবা প্রাণীদের থেকে সাপই পছন্দ কোবরার।
এর আগেও একাধিক ভিডিও ও ফটোতে দেখা গিয়েছে, কোবরা সাপ অপর একটি সাপকে গিলে খাচ্ছে।
ছবিটি দেখে অনেকেই চমকে গিয়েছে। পাশাপাশি পোস্টদাতারও প্রশংসা করেছেন সকলে।
প্রসঙ্গত, কিং কোবরা পৃথিবীর দীর্ঘতম বিষাক্ত সাপ এবং সাধারণত নিজস্ব প্রজাতি সহ অন্যান্য সাপ শিকার করে। ২০১০ সালে IUCN লাল তালিকায় কিং কোবারকে রাখা হয়েছিল। (ছবি-ট্যুইটার, প্রবীল কাসওয়ান)