Advertisement

ভাইরাল

অ্যাডল্ট শো দেখতে কোম্পানির কোটি টাকা খরচ যুবকের! পরে যা হল...

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 28 Aug 2021,
  • Updated 1:10 PM IST
  • 1/6

অনলাইনে পর্ন শো দেখার জন্য প্রায় ১ কোটি টাকা  খরচ করেছেন এক ব্যক্তি। একটি ডকুমেন্টারি কোম্পানির প্রযোজক মার্ক জোহান নামে এক ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছে। যা ঘিরে বিষয়টি আদালতে যায়। 
 

  • 2/6

দ্য মিররের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের ভেঞ্চারল্যান্ড কোম্পানির ন্যাশনাল জিওগ্রাফিক ডকুমেন্টারি প্রযোজক ৫৫ বছর বয়সী মার্ক জোহান অ্যাডল্ট শো দেখার জন্য কোম্পানির ক্রেডিট কার্ড থেকে প্রায় এক কোটি টাকা খরচ করেছেন। যখন কোম্পানিটি এই বিষয়ে জানতে পারে, তখন  প্রতারণার একটি মামলা করা হয়েছিল। এরপর বিষয়টি আদালতে পৌঁছায়।

  • 3/6

মার্ক ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের মধ্যে ক্রয়ডন ম্যাজিস্ট্রেট আদালতে জালিয়াতির কথা স্বীকার করেছে। শুক্রবার লন্ডন ক্রাউন কোর্টে এই মামলার শুনানি হয়। আইনজীবী পিটার ল্যানকাস্টার আদালতকে বলেন, মার্ক সেই সময় ভেঞ্চারল্যান্ড কোম্পানির লজিস্টিক অপারেশন পরিচালনা করছিলেন। তখনই ২০১৯ সালে মার্ককে একটি ক্রেডিট কার্ড হস্তান্তর করেছিল সংস্থাটি। মার্ক কোম্পানির ক্রেডিট কার্ডের অপব্যবহার করে এবং অনলাইনে অ্যাডল্ট শোতে বিপুল পরিমাণ ব্যয় করে।
 

  • 4/6

পরে বিষয়টি নিয়ে কোম্পানির সন্দেহ হয়। মার্ককে জিজ্ঞাসা করা হলেও তিনি সঠিক উত্তর দিতে পারেনি। পরে ২০২০ সালে মার্ক সেই সংস্থা ছেড়ে দেয়। তখন কোম্পানি জালিয়াতির বিষয়টি বুঝতে পারে। 

  • 5/6

আদালতে, মার্ক স্বীকার করেছেন যে তিনি অনলাইনে অ্যাডল্ট শো দেখার জন্য আসক্ত ছিলেন, যার জন্য তিনি কোম্পানির ক্রেডিট কার্ড ব্যবহার করেন।

  • 6/6

যদিও আদালত সমস্ত যুক্তি শোনার পর মার্ককে ১২ মাসের কারাদণ্ড দিয়েছে। কিন্তু তিনি ইতিমধ্যেই এই সাজা ভোগ করেছেন। আদালত মার্ককে ১২ মাসের মধ্যে কোম্পানিকে ২০ লাখ টাকা দেওয়ারও নির্দেশ দিয়েছে।

Advertisement
Advertisement