Advertisement

ভাইরাল

সারা রাতে জেগে গেম খেলার অভ্যাস? এই ঘটনা জেনে সাবধান থাকুন

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 28 Aug 2021,
  • Updated 2:32 PM IST
  • 1/7

গেম খেলার অভ্যাস সারা রাত জেগে। আবার সকালে উঠে স্কুল। বাড়ি ফিরে ফের গেম। সেই যুবকেরই হল করুণ পরিণতি। কম ঘুমের জন্য মৃত্যু হল তাঁর।

  • 2/7

যুবকের মা জানান, আমার ছেলের সারা রাত জেগে থাকার অভ্যাস ছিল এবং সকাল পর্যন্ত গেম খেলতেন। যদি সে কম্পিউটার না পায়, তাহলে সে মোবাইল ফোনে গেম খেলতে শুরু করত। কিন্তু আমি এ নিয়ে কখনো চিন্তিত ছিলাম না। আমি নিশ্চিত ছিলাম যে তার কিছুই হবে না।

  • 3/7

তিনি আরও বলেন, ঘটনার দিন তিনি ঘুমাচ্ছিলেন। পরে পাশের ঘর থেকে ভারী কিছু পরে যাওয়ার আওয়াজ পান। তারপরেই ছেলেকে ফোন করেন তিনি।
 

  • 4/7

ওই মহিলা জানান, ছেলে কিছুতেই ফোন ধরছিল না। এমনকী তাঁর ঘরের দরজাও খুলছিল না। এর পরের তিনি প্রতিবেশীদের সাহায্যে দরজা ভাঙেন। তখন ঘরের মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ছেলেকে। মোবাইল তাঁর কাছে পড়ে ছিল। মহিলা জানান, আমি কখনো ভাবিনি যে আমার ছেলের গেম খেলার কারণে এমন পরিস্থিতি হবে।

  • 5/7

পুলিশ জানায়, ওই যুবক হার্ট অ্যাটাকের কারণে মারা যেতে পারে। এমন একটি সম্ভাবনা রয়েছে। কারণ এটি স্পষ্ট যে এই ছেলেটি খুব কম ঘুমান। এর বাইরে তাঁকে সকালে ঘুম থেকে উঠে স্কুলে যেতে হতো। ফলে তাঁর শরীর পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছিল না। যার কারণে তিনি মারা যান।
 

  • 6/7

দুই বছর আগে, থাইল্যান্ডে একটি ছেলে মারা গিয়েছিল কারণ, সে কম্পিউটারে সারারাত গেম খেলছিল। এই যুবকের ক্ষেত্রেও অনলাইন গেমের প্রতি আসক্তি মারাত্মক ভাবে বেড়েছিল। তাঁর বাবা -মা তাঁকে অনেক বোঝাতেন, কিন্তু তিনি তাঁদের কথা শোনেননি।

  • 7/7

এর আগে ২০১৭ সালেও একজন জনপ্রিয় গেমার মারা গিয়েছিলেন। তিনি ২৪ ঘন্টা গেমিং স্ট্রিমিং করেন । পরে ধূমপানের জন্য উঠেছিলেন তিনি। কিন্তু আর ফেরেননি। সেই সময়েই মৃত্যু হয় তাঁর।
 

Advertisement
Advertisement