ব্রিটেনে একজন গর্ভবতী মহিলা ছ'মাসের 'প্রিম্যাচিওর বেবি' জন্ম দেন। জন্মের সময় সদ্যোজাতের ওজন ছিল মাত্র ৬৫০ গ্রাম। লম্বায় সদ্যোজাতের উচ্চতা একটি কলমের সাইজের। মেয়েটির জন্মের প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন তাঁর মা।
'ডেইলি স্টার' -এ প্রকাশিত খবর অনুযায়ী, লিভারপুলের বাসিন্দা ২০১৭ সালে এক কন্যা সন্তানের জন্ম দেন। মাত্র ২৩ সপ্তাহে সন্তানের জন্ম হয়। সদ্যোজাত ৬ মাসেই জন্ম নেওয়ায় তার আকার ছিল একটি কলমের সমান।
ক্যারেন আরও জানান, এই শিশুর জন্মের এক বছর আগে আরও এক সন্তানের জন্ম দিয়েছিলেন। সেই সন্তান মাত্র ২২ সপ্তাহে জন্মগ্রহণ করে। তবে সেই সন্তানকে বেশিদিন বাঁচানো যায়নি। সন্তানের মৃত্যুর পর, ক্যারেন যখন আবার একটি অকাল শিশুর জন্ম দে। তখন তিনি খুব ভয় পেয়েছিলেন।
মহিলা বলেন, এবার যে শিশু কন্যার জন্ম দেন ওজন ছিল মাত্র ৬৫০ গ্রাম। জন্মের পর সদ্যোজাতকে প্রায় ১৩ মাস আইসিইউতে রাখা হয়েছিল।
এক বছরের বেশি সময় হাসপাতালেই কাটাতে হয়। তবে এখন সে সম্পূর্ণ সুস্থ। ৪ বছর বয়স হয়েছে শিশুটির।
চিকিৎসকদের মতে, শিশুটির জন্মের পর চ্যালেঞ্জিং সময় থেকে কাটিয়ে ওঠে। সন্তানের জন্য ১৩ মাস হাসপাতালেই কাটিয়েছিলেন তিনি। ক্যারেনের এক মেয়ে এবং এক ছেলেও রয়েছে।