Advertisement

ভাইরাল

জেলে বসেই মেশিন গান বানিয়ে ফেলল জঙ্গি, তারপর...

Aajtak Bangla
Aajtak Bangla
  • দিল্লি,
  • 18 Oct 2021,
  • Updated 4:48 PM IST
  • 1/8

জেলের মধ্যেই মেশিন গান সহ ধৃত জঙ্গি। জিজ্ঞাসাবাদে যে তথ্য উঠে এল তাতে চক্ষু চড়কগাছ সকলের। ঘটনাটি ঘটেছে ব্রিটেনে। জেল কর্তৃপক্ষ মনে করছে, জন নিম্মো নামে ওই জঙ্গি হয়ত পালানোর ছক কষছিল। (প্রতীকী ছবি)

  • 2/8

জানা গিয়েছে জেলেই ১০ বছরের সাজা কাটাচ্ছে নিম্মো। এর মাঝেই জেলের কর্মশালা থেকে বিভিন্ন সামগ্রী চুরি করে সাব মেশিন গান বানিয়ে ফেলে সে। (জন নিম্মো)

  • 3/8

এটি তৈরি করতে বেশকিছুটা সময় লেগেছে তার। মেশিন গানটি প্রায় সম্পন্নই করে ফেলেছিল সে। লাগান হয়ে গিয়েছিল ট্রিগার ও ব্যারলের মতো অংশও। অস্ত্রটিকে লোকচক্ষু থেকে আড়ালে রাখতে তাতে কালো রঙও করা হয়। (প্রতীকী ছবি)

  • 4/8

অস্ত্রটিকে নিজের বিছানার মধ্যে লুকিয়ে রেখেছিল সে। কিন্তু বন্দুকটির একটি অংশ দেখতে পেয়ে যান জেলকর্মীরা। এরপরেই জেলের সুরক্ষাকর্মীদের সতর্ক করা হয়। বর্তমানে ওই অস্ত্রটি পরীক্ষা করে দেখছে পুলিশ। (প্রতীকী ছবি)

  • 5/8

ডেইলি মেলের রিপোর্ট বলছে, এক সূত্রের খবর অনুসারে, "নিম্মো মেশিনগান তৈরিতে অনেকটাই সফলতা পেয়ে গিয়েছিল। তার অস্ত্র তৈরি করার প্রতিভা রয়েছে"। কিন্তু সে অস্ত্রটি কোথায় ব্যবহার করার পরিকল্পনা করেছিল তা নিয়েই দেখা দিয়েছে দুশ্চিন্তা।  (প্রতীকী ছবি)

  • 6/8

এক আধিকারিক জানাচ্ছেন, আগে অপরাধীরা জেল থেকে পালাতে নকল বন্দুক ব্যবহার করত। সন্ত্রাসবাদী কার্যকলাপে দোষী সাব্যস্ত হওয়ার পর মে মাসে তাঁর ১০ বছর ২ মাসের সাজা হয়েছে। (প্রতীকী ছবি)

  • 7/8

নিম্মো সন্ত্রাসবাদকে উৎসাহিত করা এবং ঘৃণা বাড়ায় এমন সামগ্রী বিতরণে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া মুসলমানদের হত্যার জন্য আহ্বান জানাতে সোশ্যাল মিডিয়াকে ব্যবহারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। (প্রতীকী ছবি)

  • 8/8

নিম্মোকে সাজা শোনাবার সময় বিচারক বলেছিলেন, "সে জাতিবাদী ও ইসলামোফোবিক মানিকতায় ভুগছে। স্বভাবতই সে বিপজ্জনক।" তার কাছ থেকে অস্ত্র মেলার পর জেলের আধিকারিকরা জানান, সেটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাকে অন্য সেলে স্থানান্তরিত করা হয়েছে।  (প্রতীকী ছবি)

Advertisement
Advertisement