Advertisement

ভাইরাল

Water Source Of Earth: পৃথিবীর তিন ভাগ জুড়ে জল এল কোথা থেকে? যা জানিয়েছেন বিজ্ঞানীরা

Aajtak Bangla
  • 17 Jul 2023,
  • Updated 6:19 PM IST
  • 1/8

Meteorites Bring Water To Earth: পৃথিবীর তিন ভাগ জুড়ে জল আর মাত্র এক ভাগ স্থল। ছোটবেলা থেকে এ সত্যিটা আমরা সকলেই জানি। এমনটাই শুনেছি, বইয়ে পড়েছি আমরা সকলেই। কিন্তু পৃথিবীতে এত জল এল কীভাবে, কোথা থেকে?

  • 2/8

জ্যোতির্বিজ্ঞানীদের দাবি, পৃথিবীতে প্রথম জল নিয়ে এসেছিল কোনও উল্কাই! যদিও, এই তত্ত্বটি প্রমাণ করা বেশ কঠিন। কারণ, পৃথিবীতে পৌঁছানো উল্কাগুলিতে জলের অস্তিত্বের প্রমাণ আগে কখনও মেলেনি।

  • 3/8

তবে সাম্প্রতিক কালে ভূ-পৃষ্ঠে আছড়ে পড়া উল্কাখণ্ডে জল প্রবাহের চিহ্ন অবাক করেছে জ্যোতির্বিজ্ঞানীদের। পৃথিবীতে পড়া উল্কাখণ্ডে জল প্রবাহের চিহ্ন দেখে জ্যোতির্বিজ্ঞানীদের একাংশের অনুমান, পৃথিবীতে প্রথম জল পৌঁছেছিল কোনও উল্কাই!

  • 4/8

বছর দুয়েক আগে জ্যোতির্বিজ্ঞানীদের একাংশ Phys.org-এ প্রকাশিত একটি প্রতিবেদনে পৃথিবীতে প্রথম জল নিয়ে আসার নেপথ্যে উল্কাখণ্ড বা উল্কাবৃষ্টির ভূমিকা থাকার একাধিক প্রমাণ পেয়েছিলেন।

  • 5/8

সিডনির ম্যাককুয়েরি বিশ্ববিদ্যালয়ে (Macquarie University) জ্যোতির্বিজ্ঞানী সাইমন টার্নার ও তাঁর সহকারী বিজ্ঞানীদের দাবি, আজ থেকে প্রায় ৪৪০ কোটি বছর আগে এক বা একাধিক উল্কাখণ্ডই পৃথিবীতে জল বয়ে এনেছিল।

  • 6/8

ম্যাককুয়েরি বিশ্ববিদ্যালয়ে (জ্যোতির্বিজ্ঞানীদের দাবি, পৃথিবীর জন্মলগ্নে গ্রহটি অসম্ভব গরম ছিল। জলে ভরা উল্কাখণ্ডগুলি প্রায় ৪৪০ কোটি বছর আগে প্রচণ্ড উত্তপ্ত পৃথিবীতে আছড়ে পড়ে।

  • 7/8

এর ফলে উল্কাখণ্ডগুলির ভেতরে থাকা জলের পুরোটাই বাষ্পীভূত হয়ে গিয়ে ঘন পৃথিবীর আকাশে মেঘের বিশাল ঘন স্তর সৃষ্টি করেছিল। ওই মেঘের কারণেই পৃথিবীতে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয় এবং জলে পরিপূর্ণ হয়ে ওঠে এই নীল গ্রহ।

  • 8/8

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, প্রায় ৪৪০ কোটি বছর আগে পৃথিবীতে আছড়ে পড়া বিশেষ ধরনের উল্কাগুলিতে মিশে থাকা খনিজ আর জৈব পদার্থ থেকেই এই গ্রহে জলের সৃষ্টি হয়েছিল। সবচেয়ে মজার বিষয় হল, পৃথিবীর এই তিন ভাগ জলে হাইড্রোজেন, ডয়টেরিয়ামের অনুপাত যতটা, ওই উল্কাগুলিতেও এই দুই উপাদানের অনুপাত ঠিক ততটাই!

Advertisement
Advertisement