সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটি হওয়ার চেষ্টায় অনেকে অনেক কিছু করে থাকেন। কিন্তু অসাবধনতা বসত কোনও কোনও সময়ে দুর্ঘটনাও হয়ে যায়। ঠিক এমনটাই ঘটেছে তুরস্কের টিকটোক তারকা কুবরা দোগানের সঙ্গেও ।
২৩ বছরের বয়সী কুবরা সম্প্রতি নিজের তুতো ভাইয়ের বাড়ি গিয়েছিলেন। সেখানেই তাঁরা দুজন মিলে ছাদে উঠে টিকটক ভিডিও বানাবে বলে ঠিক করে। কুবরা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়।
কিন্তু সেই সময়েই আচমকা ছাদ থেকে পড়ে যান কুবরা। তার ভাই সঙ্গে সঙ্গে নিচে গিয়ে পরিবারের বাকিদের খবর দেয়।
পুলিশকর্মীরা এসে কুবরাকে উদ্ধার করেন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই কুবরার মৃত্যু হয়।
জানা গিয়েছে কুবরা ১৬০ মিটার উঁচু থেকে নিচে পড়েছিলেন। মারাত্মক আঘাত লেগেছিল তাঁর। কুবরার মামা জানান, পুরো বিষয়টি নিয়ে বাড়ি তৈরির ঠিকাদারের বিরুদ্ধে মামলা করবেন তারা।
কুবরার মামা জানান, ছাদের ওই অংশ পা রাখার পরেই কুবার নিচে পড়ে যান। প্রায় ন তলা থেকে সোজা নিচে পড়েন কুবরা। ওই ব্যক্তির দাবি, ছাদের কিছু অংশ নিশ্চয়ই বাজে ভাবে তৈরি করা হয়েছিল। না হলে এমন দুর্ঘটনা হত না।
কুবরা সোশ্যাল মিডিয়ায় অনেক সক্রিয় থাকতেন। তাঁর ফলোয়ার প্রায় ২০ হাজার। মাঝে মধ্যেই এমন ঝুঁকি ভিডিও তৈরি করত সে। পরিবারের লোকেরা নিষেধ করলেও সেটাতে পাত্তা দিত না কুবরা।