Advertisement

ভাইরাল

PHOTOS: ইনি আফগানিস্তানের প্রাক্তন মন্ত্রী, জার্মানিতে এখন পিত্‍জা ডেলিভারি বয়!

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 25 Aug 2021,
  • Updated 11:27 AM IST
  • 1/7

আফগানিস্তান তালিবানদের হাতে যাওয়ার পরেই মন্ত্রীদের সঙ্গে দেশ ছেড়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি আসরফ গনি। এরই মধ্যে আফগানিস্তানের এক মন্ত্রীর কিছু ছবি সামনে এসেছে। যা সত্যি চমকে দেওয়ার মতো।  (ছবি- সৈয়দ আহমেদ শাহ সাদাত, ট্যুইট  @eha_news)

  • 2/7

আফগানিস্তানের তালিবান ক্ষমতায় আসতেই দেশ ছেড়েছিলেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আহমেদ শাহ সাদাত। বর্তমানে তিনি জার্মানিতে রয়েছেন। 

  • 3/7

EHA News ট্যুইট করা ছবি অনুযায়ী, আহমেদ শাহ বর্তমানে পিৎজা ডেলিভারির কাজ করছেন। তবে তিনি তাঁর পদ থেকে ১ বছর আগেই পদত্যাগ করেছেন। 

  • 4/7

আফগানিস্তানের প্রাক্তন মন্ত্রী জার্মানিতে পিৎজা ডেলিভারি বয় হয়েছেন বলে জানা গেছে। তিনি জার্মানিতে পিৎজা সরবরাহ করে জীবিকা নির্বাহ করছেন।
 

  • 5/7

যে ছবিগুলি সামনে এসেছে, তাকে জার্মানিতে সাইকেলে পিৎজা সরবরাহ করতে দেখা গেছে। আহমেদ শাহের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তবে এ বিষয়ে প্রাক্তন মন্ত্রীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

  • 6/7

আফগানিস্তান তালিবান দখলে আসার পরেই কাবুল বিমানবন্দরে উপচে পড়ছে ভিড়। দেশ ছাড়তে মরিয়া সেখানে অনেকেই। প্রেসিডেন্ট আশরাফ গনিও কাবুল থেকে পালিয়ে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন। 

  • 7/7

গনি জানান, আমি যদি দেশ ছেড়ে না যেতাম, তাহলে সেখানে গণহত্যা এমনকি রক্তপাত হতো। আমি দেশে এটা ঘটতে দিতে চাইনি। তাই আমাকে চলে যেতে হয়েছিল। প্রেসিডেন্ট আশরাফ ঘানি আফগানিস্তান থেকে টাকা নিয়ে পালানোর অভিযোগও উড়িয়ে দিয়েছেন।

Advertisement
Advertisement