Advertisement

ভাইরাল

World's Most Expensive Pigeon: এই একটা পায়রার দামে কেনা যাবে চারটে Ferrari গাড়ি

Aajtak Bangla
  • 09 Jul 2023,
  • Updated 12:04 AM IST
  • 1/9

World's Most Expensive Pigeon: বলে না দিলে এই পায়রার দাম আন্দাজও করতে পারবেন না! দেখতে আর পাঁচটা সাধারণ পায়রার মতো হলেও এটি যে সাধারণ পায়রা নয়, তা এর দাম থেকেই প্রমাণ পেয়ে যাবেন।

  • 2/9

বছর দুয়েক আগে বেলজিয়ামের হ্যালে পিপা পেইজান সেন্টারে (Pipa pigeon center) অনুষ্ঠিত নিলামে এই একটি পায়রার দর উঠেছিল ১.৯ মিলিয়ন মার্কিন ডলার বা ১.৬ মিলিয়ান ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ১৪ কোটি ৫০ লক্ষ টাকা)।

  • 3/9

বেলজিয়ামের হ্যালে পিপা পেইজান সেন্টারে (Pipa pigeon center) অনুষ্ঠিত ওই নিলামে দুই চিনা নাগরিকের মধ্যে দর কষাকষির পর এঁদের মধ্যেই একজন ১.৯ মিলিয়ন মার্কিন ডলারে কিনে নেন।

  • 4/9

এই দামে (১৪ কোটি ৫০ লক্ষ টাকা) ভারতে চারটে Ferrari পোর্তোফিনো গাড়ি কেনা যায়!

  • 5/9

জানা গিয়েছে, ১.৬ মিলিয়ান ইউরোয় কেনা এই পায়রা অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন ‘রেসিং হোমার’ প্রজাতির। ইংল্যান্ড এবং বেলজিয়ামে কয়েকশো বছর ধরে এই প্রজাতির পায়রার প্রতিপালন করা হয়।

  • 6/9

চিনে ঐতিহ্যশালী পায়রার খেলায় এই বিশেষ প্রজাতির বেলজিয়ান ‘রেসিং হোমার’-এর আকাশছোঁয়া চাহিদা। এই পায়রার খেলায় অংশ নেন সে দেশের অনেক ধনকূবের।

  • 7/9

উনবিংশ শতাব্দীতে ইংল্যান্ড এবং বেলজিয়ামের বিভিন্ন এলাকায় এই প্রজাতির পায়রা প্রতিপালন এবং পায়রা ওড়ানোর প্রতিযোগিতার চল ছিল।

  • 8/9

পরবর্তিকালে ক্রমশ ইউরোপের অন্যান্য দেশে জনপ্রিয় হয়ে ওঠে বেলজিয়ান ‘রেসিং হোমার’ প্রজাতির পায়রা।

  • 9/9

বছর দুয়েক আগে বেলজিয়ামের হ্যালে পিপা পেইজান সেন্টারে আকাশছোঁয়া দামে নিলাম হওয়া পায়রাটিও ছিল বেলজিয়ান ‘রেসিং হোমার’ প্রজাতির পায়রা।

Advertisement
Advertisement