Advertisement

মায়ের বুকের দুধের রং হঠাৎ গোলাপি, ভিডিও শেয়ার করলেন মহিলা

ওই মহিলার নাম জনশন। প্রায় ৬ সপ্তাহ আগে হাসপাতালে সন্তানের জন্ম দেন তিনি। তারপর নিয়ম মতো বাড়ি ফিরে আসেন। সন্তানকে বুকের দুধ পান করাতে শুরু করেন। কিন্তু, এরপরই আচমকা তিনি একদিন দেখতে পান তাঁর বুকের তরলের রঙ গোলাপি।

মায়ের দুধের রঙ গোলাপি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 15 Nov 2021,
  • अपडेटेड 5:15 PM IST
  • প্রথমবার মা হয়েছে
  • কিন্তু, চিন্তায় রাতের ঘুম উড়েছে সেই যুবতীর
  • কারণ, তাঁর সন্তানকে পান করানোর জন্য বুক থেকে যে তরল বেরোচ্ছে তার রঙ গোলাপি

প্রথমবার মা হয়েছেন। কিন্তু, চিন্তায় রাতের ঘুম উড়েছে সেই যুবতীর। কারণ, তাঁর সন্তানকে পান করানোর জন্য বুক থেকে যে তরল বেরোচ্ছে তার রঙ গোলাপি। এটা দেখে বেশ চিন্তিত। 

আরও পড়ুন : চিনে ফের বাড়ছে Corona-র সংক্রমণ, জারি সতর্কতা

ওই মহিলার নাম জনশন। প্রায় ৬ সপ্তাহ আগে হাসপাতালে সন্তানের জন্ম দেন তিনি। তারপর নিয়ম মতো বাড়ি ফিরে আসেন। সন্তানকে বুকের দুধ পান করাতে শুরু করেন। কিন্তু, এরপরই আচমকা তিনি একদিন দেখতে পান তাঁর বুকের তরলের রঙ গোলাপি। 

সেই ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেন মহিলা। সেই ভিডিও ভাইরাল হয়। যুবতী বার্তায় বলেন, 'মা হওয়ার আগে বা পরে আমাকে কেউ জানাননি যে, আমার বুকের তরলের রঙ বিভিন্ন রঙের হতে পারে। সেজন্যই আমি অবাক হয়েছি।' 

আরও পড়ুন : মেলেনি চাকরি, 'চপ শিল্প' খুললেন M.A পাশ যুবক

দুধের রঙ কেন গোলাপি হচ্ছে? সোশাল মিডিয়ায় এই প্রশ্নও করেন মহিলা। তার উত্তরে অনেকে জানান, দুধের মধ্যে রক্ত আসছে। সেই কারণে এমনটা হচ্ছে। তবে এতা চিন্তার কোনও কারণ নেই। তিনি নিশ্চিন্তে সন্তানকে দুধ খাওয়াতে পারেন। 

অনেক চিকিৎসক এই ভিডিও দেখেছেন। তাঁরা জানিয়েছেন, দুধের রঙ গোলাপি হওয়া কোনও ব্যতিক্রমী ঘটনা নয়। আস্তে আস্তে ফের সাদা হয়ে যাবে ওই তরল। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement