Advertisement

উত্তরবঙ্গ

আরও সেফ হোম তৈরি রাখছে প্রশাসন, সংক্রমণ নিয়ন্ত্রণই লক্ষ্য

সংগ্রাম সিংহরায়
  • শিলিগুড়ি,
  • 30 May 2021,
  • Updated 9:06 PM IST
  • 1/22

করোনা সংক্রমণের সংখ্যা গোটা দেশের সঙ্গে উত্তরবঙ্গেও সামান্য কমেছে। মৃত্যুর সংখ্যাও স্থিতিশীল।

  • 2/22

তা সত্ত্বেও কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার। সরকারি  সহায়তা তো রয়েইছে। এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

  • 3/22

যে পরিমাণ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, তাতে যে কোনও সময় বিপদ বাড়তে পারে। ফলে সেখানে আগাম প্রস্তুতি দরকার।

  • 4/22

একই ভাবে কোভিড মোকাবিলায় এগিয়ে এলো অমিত আগরওয়ালা ফাউন্ডেশন এবং লায়ন্স ক্লাব অব শিলিগুড়ি।

  • 5/22

তাদের যৌথ উদ্যোগে ঠিকনিকাটার অমিত আগরওয়ালা স্মৃতি ভবনে কোভিড আক্রান্ত রোগীদের পরিষেবা প্রদান করতে ৩০ টি বেড বিশিষ্ট সেফ হোম পরিষেবা চালু করা হল।

  • 6/22

রবিবার সেফ হোমের রীতিমতো ফিতে কেটে জাঁকজমকপূর্ণ প্রচার করে উদ্বোধন করলেন শিলিগুড়ি পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব।

  • 7/22

সঙ্গে ছিলেন শিলিগুড়ি পুর প্রশাসকমণ্ডলীর অন্য সদস্য তথা তৃণমূল নেতৃত্ব। সংস্থাকে নিয়মমাফিক ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

  • 8/22

এদিন উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সদস্য়রাও। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সদস্য তথা সদ্য কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া নেতা জয়ন্ত সাহা।

  • 9/22

এই সেফ হাউসটি মেডিক্যাল কলেজ তথা শুশ্রুতনগর এলাকার মানুষের ক্ষেত্রে বিশেষ লাভদায়ক হবে।

  • 10/22

এমনিতেই এই ফাউন্ডেশনের তরফ থেকে বহু সমাজসেবামূলক কাজ করা হয়, এদিন সেফ হাউসটিও চালু করা হলে তা পালকে একটা মুকুট জুড়বে।

  • 11/22

কোভিডে আক্রান্তের সংখ্যা এদিন ফের উত্তরবঙ্গে সুস্থতার হারের চেয়ে কম ছিল। ফলে একদিকে তাঁরা আশাবাদী সেফ হোমটি যেন যত কম ব্যবহার করতে হয় তত ভাল।

  • 12/22

পাশাপাশি সেফ হোমটির পরিচ্ছন্নতা ও হাইজিন মানুষকে বাড়ির মতো পরিষেবা দেবে বলে আশাবাদী আয়োজকরা।

  • 13/22

জুন মাস পর্যন্ত আপাতত এটি  সেফ হোম হিসেবে ব্যবহার করা হবে। পরে প্রয়োজন হলে মেয়াদ বাড়ানো হবে।

  • 14/22

চিকিৎসকরা প্রয়োজনীয় সাহায্য করবে। লায়ন্স ক্লাবের নিজস্ব চিকিৎসক সেট আপ রয়েছে। যেটা কাজে লাগানো হবে।

  • 15/22

সামনেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল। অনেক সময় বাইরে থেকে এসে মেডিক্যাল কলেজে অনেকে বেড পান না।

  • 16/22

তাঁরা অনায়াসে এই সেফ হোমটি ব্যবহার করতে পারবেন। বেড খালি থাকলে কাউকে ফেরানো হবে না বলে জানানো হয়েছে।

  • 17/22

এখানে করোনা চিকিৎসার উপযোগী অক্সিজেন সিলিন্ডার, লাইফ সাপোর্ট সমস্ত কিছুই রাখা হচ্ছে। 

  • 18/22

পাশাপাশি পুষ্টিকর খাবার, ওষুধ সমস্তই বিনামূল্যে মিলবে। সঙ্গে বাড়তি মিলবে পেশাদার হেলথ কেয়ার এক্সিকিউটিভ।

  • 19/22

গৌতমবাবু নিয়মিত খোঁজ খবর নেবেন বলেও জানিয়েছেন। পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কোনও রকম সমস্যা হবে না বলে প্রতিশ্রুতি দিচ্ছেন উদ্যোক্তারাও।

  • 20/22

আগামী ১৫ দিনের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে আনতে লক্ষ্যমাত্রা নিয়েছে স্বাস্থ্য দফতর। 

  • 21/22

সকলে মিলে এভাবে কাজ করলে এবং এগিয়ে এলে দ্রুত লক্ষ্যমাত্রা ছুঁতে পারবেন বলে জানিয়েছেন গৌতমবাবু।

  • 22/22

আরও কয়েকটি সেফ হোম তৈরি রাখা হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে কিছু সেফ হোম ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে।

Advertisement
Advertisement