Advertisement

উত্তরবঙ্গ

শিলিগুড়ি ড্রাইপোর্ট থেকে শুরু রফতানি, সামগ্রী গেল আইসল্যান্ডে

জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 27 May 2021,
  • Updated 7:46 PM IST
  • 1/26

উত্তর-পূর্ব ভারতের প্রথম স্থলবন্দর থেকে চালু হল রেলপথে রপ্তানি, প্রথম দিন মোষ, মাংস বোঝাই ১২ টি কন্টেনার রওনা দিল আইসল্যান্ডে।

  • 2/26

উত্তর-পূর্ব ভারতের এক মাত্র স্থলবন্দর শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি এলাকার স্থলবন্দর থেকে চালু হল রেলপথে পণ্য রপ্তানি পরিষেবা।

  • 3/26

বৃহস্পতিবার কোভিড স্বাস্থ্যবিধি মেনে কোনরকম জাঁকজমক অনুষ্ঠান ছাড়াই এই পরিষেবা চালু করল বেসরকারি সংস্থা।

  • 4/26

জানা গেছে এই স্থলবন্দর থেকে সপ্তাহে তিনটি ট্রেনের মাধ্যমে পণ্য সামগ্রী রেলপথে রপ্তানি করা হবে।

  • 5/26

সব মিলিয়ে এই পরিষেবা চালু হওয়ায় পণ্য সামগ্রী রপ্তানির ক্ষেত্রে খরচ এবং সময় বাঁচবে বলে আশা লজিস্টিক সংস্থার।

 

  • 6/26

উত্তর-পূর্ব ভারতে ব্যবসা-বাণিজ্যে গতি আনতে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি এলাকার ডাবগ্রামে স্থলবন্দর তৈরি করা হয়।

  • 7/26

এই স্থলবন্দর থেকে উত্তর-পূর্ব ভারত থেকে পণ্য সামগ্রী গুলি দেশে ও বিদেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি করা হয়।

  • 8/26

তবে এতদিন পর্যন্ত সড়ক পথে পণ্য সামগ্রী বিশেষ কন্টেনারের মাধ্যমে রপ্তানি করা হতো। যা অনেকটাই সময় সাপেক্ষ ছিল।

  • 9/26

তবে এবার এই স্থলবন্দরে রেলপথে পণ্য সামগ্রী রপ্তানি পরিষেবা চালু করল একটি বেসরকারি কোম্পানি।

  • 10/26

জানা গিয়েছে এদিন প্রথম দিন স্থলবন্দরের ভেতর থেকেই রেলের বিশেষ রেকের মাধ্যমে মহিষের মাংস বোঝাই ১২ টি কন্টেনার নিয়ে আইসল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয় এই বিশেষ ট্রেন।

  • 11/26

আপাতত সপ্তাহে তিনটি ট্রেনের মাধ্যমে এই রপ্তানি করা হবে। এতদিন পর্যন্ত উত্তর-পূর্ব ভারতের কোন পণ্য রপ্তানি করতে হলে সংশ্লিষ্ট কোম্পানিকে প্রথমে কলকাতায় পাঠাতে হতো।

  • 12/26

তারপর সেটি জাহাজ বন্দরে পাঠিয়ে তারপরেই বিভিন্ন দেশে পণ্য পৌঁছে যেত।

  • 13/26

তবে এই স্থলবন্দরে রেলপথে রপ্তানি চালু হওয়ায় এখন উত্তর-পূর্ব ভারতের যে কোনও পণ্য সামগ্রীকে সহজেই এখান থেকে সরাসরি যে কোন দেশ কিংবা বিদেশে পাঠানো যাবে।

  • 14/26

নিউ জলপাইগুড়ি স্থলবন্দরের বেসরকারি লজিস্টিক কোম্পানির টার্মিনাল ম্যানেজার মহাম্মদ আলম খান জানান,

  • 15/26

গতকাল কাস্টম বিভাগের মাধ্যমে ১২ টি পণ্য বোঝাই কন্টেইনারের রপ্তানিতে ছাড়পত্র মেলার পর আজ রেলের বিশেষ রেকের মাধ্যমে কন্টেনারগুলিকে নিয়ে রওনা দেয়।

  • 16/26

উত্তরবঙ্গে এই প্রথম স্থলবন্দর থেকে পণ্য সামগ্রী সরাসরি রপ্তানি করা হচ্ছে।

  • 17/26

যা এতদিন পর্যন্ত কলকাতা কিংবা হলদিয়া বন্দর থেকে করা হতো।

  • 18/26

এই স্থলবন্দরের ফলে পণ্য সামগ্রী রপ্তানির ক্ষেত্রে সময় এবং খরচ দুটোই কমবে।

  • 19/26

পাশাপাশি রাজ্য়ের উত্তর অংশ থেকে মাল পরিবহণের মাত্রা বাড়বে। তাতে স্থানীয় অর্থনীতি অনেকটা চাঙ্গা হবে।

  • 20/26

ফেডারেশন অব চেম্বার অব কমার্সের তরফে জানানো হয়েছে, এটি দীর্ঘদিনের চাহিদা ছিল। অবশেষে মিটে যাওয়ায় আমরা খুশি।

  • 21/26

উত্তরবঙ্গের আনারস, ধান, পাট, গম সহ অন্যান্য শস্য যেগুলি অনেক সময় সঠিক সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়, সেগুলি দিশা পাবে।

  • 22/26

এর আগে বাম আমলে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী থাকার সময় অশোক ভট্টাচার্য এই উদ্যোগ নিয়েছিলেন।

  • 23/26

প্রাথমিক পরিকাঠামোও তৈরি হয়। কিছুটা জমি অধিগ্রণ করে কাজ শুরু হয়। কিন্তু কিছু জমি নিয়ে সমস্যা ছিল। 

  • 24/26

যা নিয়ে সমস্যার জেরে আটকে থাকে ড্রাই পোর্টের কাজ। এরপর তৃণমূল আমলেও দীর্ঘদিন পড়ে থাকার পর শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে জমি জট মেটে। 

  • 25/26

এরপরও টেন্ডার ডাকা হলে অনেকে অংশ নেয়নি। ফলে ফের পরিকাঠামো প্রস্তুত থাকলেও কার্যকারিতা শূণ্য হয়ে দাঁড়ায়।

  • 26/26

তবে অবশেষে চলতি সপ্তাহ থেকে রপ্তানি শুরু হওয়ায় অবশেষে খুশির হাওয়া। বিপুল কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক উন্নতি হবে বলে আশাবাদী সকলেই।

Advertisement
Advertisement