Advertisement

উত্তরবঙ্গ

Lock Down : জঙ্গল উঠে এসেছে নগরের আঙিনায়, উচ্ছ্বাস পরিবেশপ্রেমীদের মধ্যে

অসীম দত্ত
  • আলিপুরদুয়ার,
  • 30 May 2021,
  • Updated 5:15 PM IST
  • 1/27

মানুষের অবাঞ্ছিত উৎপাত নেই বললেই চলে। গাড়ির শব্দ, বিষাক্ত ধোঁয়া উধাও সবুজের গালিচায়।

  • 2/27

নেই ট্রেনের দাপাদাপি। রাজ্য সড়ক, জাতীয় সড়ক, জঙ্গলের পথে ৯০ শতাংশ গাড়ি চলাচল বন্ধ।

  • 3/27

উত্তরের জঙ্গলে এখন চারিদিকেই সবুজের সমারোহ। একটানা ঝিঁঝিঁ পোকার ডাক এখন শহর থেকেও শোনা যাচ্ছে।

  • 4/27

গভীর জঙ্গল যেন গভীর থেকে গভীরতম হয়ে উঠেছে। তাই শহর-জঙ্গল এক হয়ে গিয়েছে।

  • 5/27

টানা লকডাউনের জেরে দূষনমুক্ত জঙ্গলের পরিবেশ এখন যেন বন্যপ্রাণীদের অবাধ বিচরণ ভূমি।
 

  • 6/27

ফি বছর ডুয়ার্সের জঙ্গলে বন্যপ্রাণীর দর্শন পেতে গাঁটের টাকা খরচ করে পর্যটকরা ভিড় জমান ডুয়ার্সের জঙ্গলে।

  • 7/27

শুধু মাত্র এক ঝলক বন্যপ্রাণীর দেখা পেতে হাপিত্যেশ করেন কাতারে কাতারে পর্যটক।

  • 8/27

বেশির ভাগ ক্ষেত্রেই বন্যপ্রাণীর দেখা না পেয়ে নিরাশ হয়ে ফিরতে হয় তাদের। তবে লকডাউনের জেরে বন্যপ্রাণীরা ফিরে পেয়েছে তাদের নিজস্ব পরিবেশ।

  • 9/27

সে কারণেই ডুয়ার্সের জঙ্গল লাগোয়া পরিবেশে এখন যত্রতত্র দেখা মিলছে বন্যপ্রাণীদের।

  • 10/27

আলিপুরদুয়ার জেলার বক্সা টাইগার রিজার্ভের রাজা ভাতখাওয়া, পানবাড়ি, গদাধর, রায়ডাক, জয়ন্তী, পানার জঙ্গলগুলোতে গৃহপালিত পশুর মতো বিচরণ করছে হাতির পাল, বাইসনের দল।

  • 11/27

গ্রামাঞ্চলে মাঠে ঘাটে একান্তে ঘুরে বেড়াচ্ছে হরিণের ঝাঁক। দিনের আলোতেই বনবস্তি, চা বাগান, গ্রামাঞ্চলে প্রায়ই দর্শন পাওয়া যাচ্ছে  চিতাবাঘের।লোকালয়ের কাছাকাছি চলে আসছে বুনো শূয়রের দল।

  • 12/27

একই চিত্র জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায়। ইতিমধ্যেই বক্সার কোর জঙ্গলের বাসিন্দা যার দর্শন পাওয়া অতি সৌভাগ্যের বিষয়, সেই মালায়ান জায়েন্ট স্কুইরালের দেখা মিলেছে রাজাভাতখাওয়ার গাড়ো বস্তির রাজ্য সড়কের ধারে। 

  • 13/27

হিমালয়ান নেচার আ্যন্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের(HNAF) কো-অর্ডিনেটর অনিমেষ বসু বলেন, মানুষ এখন বন্দিদশায়। তাই বন্যপ্রাণীরা মুক্ত।আমরা এখন ওদের বিরক্ত করছি না।

  • 14/27

এই লকডাউনে মানুষের ক্ষতি হলেও বন্যপ্রাণীদের ক্ষেত্রে ভালো হয়েছে। বন্যপ্রাণীরা ফিরে পেয়েছে তাদের নিজস্ব পরিবেশ। এতদিন আমরা জঙ্গলে ওদের দেখতে যেতাম। ওদের বিরক্ত করতাম। 

  • 15/27

অনিমেষ বসু বলেন, আজ  আমরা এখন খাঁচায় বন্দী তাই ওরা আমাদের দেখতে আসছে। জঙ্গলে কার সাফারি, হাতি সাফারি, মানুষের অবাধ বিচরণ বন্ধ হয়েছে।তাই মুক্ত পরিবেশে বন্যপ্রানীরা নিশ্চিন্তে অবাধে বিচরণ করছে।

  • 16/27

এখন ওদের মিলনের সময় লকডাউনের এই পরিবেশ বন্যপ্রাণীদের স্বাস্থ্যের পক্ষে ভালো। 

  • 17/27

বক্সা টাইগার রিজার্ভের এফডি(ফিল্ড ডাইরেক্টর) বুদ্ধরাজ শেওয়া বলেন এই লকডাউনে জঙ্গলে মানুষের প্রবেশ বন্ধ তাই বন্যপ্রাণী বাইরে বেড়িয়ে আসছে।

  • 18/27

জঙ্গলে টুরিস্ট নেই। গাড়ি, ট্রেন চলাচল বন্ধ। বন্যপ্রাণীদের চলাচলের করিডরগুলোতে মানুষের আনাগোনা নেই সে কারনেই এখন বন্যপ্রাণীদের দেখা মিলছে।

  • 19/27

বনের পশুরা কখনও বাড়ির উঠোনে ঘুরে বেড়াচ্ছে। আবার কখনও রাস্তায় উঠে গা ঝাড়া দিচ্ছে। 

  • 20/27

কারণ রাস্তায় গাড়ি নেই বললেই চলে। সুতরাং কম্পন অনেক কমে গিয়েছে। বনের পশুরাও ধন্দে।

  • 21/27

তাঁরাও বুঝতে পারছেন না, হঠাৎ মানুষের হল টা কী! তাই তাঁরাও উৎসুক হয়ে নিজের টেরিটরি ছেড়ে বেড়িয়ে আসছেন বাইরে।

 

  • 22/27

কি চলছে চারিদিকে তা দেখার জন্য। তাই শহর এলাকায় যেখানে মানুষের স্বঘোষিত একচ্ছত্র অধিকার, সেখানেও প্রবেশ করছে তারা।

  • 23/27

আলিপুরদুয়ার হোক, কিংবা শিলিগুড়ি। মালবাজার কিংবা চালসা। জনপদের মধ্যেই আজকাল বেশি ঘুরছে বন্যপ্রাণীরা।

  • 24/27

পাশাপাশি বাধা না থাকায় চাষের জমিতে ফলে থাকা ধান, ভুট্টা খেতে তারা নেমে আসছে। লোকালয়ে। 

  • 25/27

কখনও ছাগলটা, কুকুরটা ধরতে ছুটে আসছে চিতাবাঘও। গবেষকদের দাবিতে কুকুরদের সংখ্যাধিক্য লোকালয়ে চিতাবাঘের আনাগোণা বাড়িয়েছে।

  • 26/27

এমনকী ভিরু প্রজাতির প্রাণী হরিণও কখনও কখনও পথ ভুলে দলবল নিয়ে ঢুকে পড়ছে শহরাঞ্চলে। 

  • 27/27

এমনকী কিছু কাঠবিড়ালি দেখা গিয়েছে। যেগুলি সাধারণত গভীর জঙ্গল থেকে বের হয় না। সেগুলিও খোলা মাঠে চলে আসছে।

Advertisement
Advertisement