Advertisement

উত্তরবঙ্গ

চা শ্রমিকদের সুস্থ থাকা জরুরি, বাগানে গিয়ে করোনা পরীক্ষা স্বেচ্ছাসেবকের

জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 22 May 2021,
  • Updated 5:06 PM IST
  • 1/12

বাইরে সামাজিক লক ডাউন চললেও, চা পাতা তোলার কাজ অব্যাহত রয়েছে তরাই-ডুয়ার্সে

 

  • 2/12

কাজে কোনও বিরতি নেই। কিন্তু যে ভাবে করোনা বাড়ছে, তাতে অপেক্ষাকৃত জন বিরল এলাকা হলেও একেবারে বিপন্মুক্ত নয়।

  • 3/12

উত্তরবঙ্গের চা বাগানগুলোতে চলছে পাতা তোলার কাজ। কিন্তু শ্রমিকদের মুখে মাস্ক নেই। 

  • 4/12

বদলে তাঁরা আঁচল বা গামছা পেঁচিয়ে চা পাতা তুলছে । যা শুধু অবহেলা নয় মারাত্মক বিপজ্জনক হতে পারে। 

  • 5/12

শিলিগুড়ির এক পুলিশ কর্মী তথা সমাজ কর্মী বাপন দাস ওই চা বাগানগুলোতে গিয়ে চা শ্রমিকদের সচেতন করেন। 

  • 6/12

শুধু সচেতন করাই নয়, তাঁদের হাতে বিনে পয়সায় মাস্ক, স্যানিটাইজার ও সাবান তুলে দেন। 

  • 7/12

তাদের করোনা ভাইরাস সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রচার করেন। তাঁর প্রচারে কিছুটা কাজও হয়েছে। অনেকেই লজ্জিত হন। 

  • 8/12

পাশাপাশি এই মুহূর্তে কারও শরীরে মারণ ভাইরাস বাসা বেঁধেছে কি না তা খতিয়ে দেখেন। শারীরিক লক্ষণ জিজ্ঞাসা করেন।

  • 9/12

কারও শরীরে করোনা রয়েছে কি না, সে সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য অক্সিমিটার দিয়ে সবার শরীরের অক্সিজেনের মাত্রা মাপেন।

  • 10/12

আজ তিনি বিধান নগর দু'নম্বর পঞ্চায়েতের প্যারাগন টি গার্ডেন এবং সরকার চা বাগানে গিয়ে শ্রমিকদের মধ্যে এই সচেতনতা প্রচার করেন।

  • 11/12

বাপনবাবু বলেন, চা শ্রমিকদের সুস্থতার উপর উত্তরবঙ্গের চা শিল্প, উত্তরবঙ্গের অর্থনীতি দাঁড়িয়ে আছে।

  • 12/12

তাই তাঁদের সুস্থতা বজায় থাকা জরুরি। নইলে অন্য সমস্ত সেক্টরের মতো ভেঙে পড়বে গোটা অর্থনীতি।

Advertisement
Advertisement