Advertisement

পশ্চিমবঙ্গ

North Bengal Weather Forecast: আপাতত আর বৃষ্টি নয়, রাতের তাপমাত্রা কমছে উত্তরবঙ্গে

Aajtak Bangla
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 17 Oct 2022,
  • Updated 8:29 PM IST
  • 1/8

জুন থেকে টানা বৃষ্টিপাত ঘটিয়ে রাজ্য থেকে এ বছরের মতো সরকারিভাবে বর্ষা বিদায় নিয়েছে। আবহাওয়াবিদদের দেওয়া পূর্বাভাসে তাই বলা হচ্ছে।

  • 2/8

ফলে এখন শীত ঢোকার প্রস্তুতি শুরু হয়েছে উত্তরবঙ্গে। দিনে রোদ উঠছে ঝকঝকে। রোদে তাপও আছে ভালই। তবে রোদে না গেলে একটুও গরম অনুভূত হচ্ছে না।

  • 3/8

শুকনো খটখটে আবহাওয়ায় শীতের আমেজ। যদিও এখনই তাপমাত্রার ব্যাপকভাবে কোনও পরিবর্তন ঘটেনি। তবে বদলটা ভালই টের পাওয়া যাচ্ছে।

  • 4/8

আবহাওয়ায় সকালের দিকে তাপমাত্রা সামান্য হলেও হ্রাস পেয়েছে গোটা রাজ্য জুড়েই। আর হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে বরাবারই তাড়াতাড়ি তাপমাত্রা নামে।

  • 5/8

আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই কোথাও। ১৮ অক্টোবর উত্তর আন্দামান সাগরে নিম্নটচাপ তৈরি এবং ২০ অক্টোবর নাগাদ নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তবে তার প্রভাব উত্তরবঙ্গে কতটা পড়বে তা নিয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

  • 6/8

সোমবার সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে,আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৯ অক্টোবর বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। 

  • 7/8

আবহাওয়া শুকনো থাকবে। দিনে তাপমাত্রা অপরিবর্তি থাকলেও রাতে তাপমাত্রা নামবে। সন্ধ্যার পর হিম পড়বে, কুয়াশা দেখা যেতে পারে গ্রামীণ এলাকাগুলিতে।

 

  • 8/8

দার্জিলিং ও কালিম্পংয়ে তাপমাত্রা কিছুটা নামবে। সেখানে এখন ভালই শীত। তাপমাত্রা ১২ ডিগ্রির মধ্যেই রয়েছে। তবে ধস সতর্কতা এখনও জারি রাখা হয়েছে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement