Advertisement

দক্ষিণবঙ্গ

Weather Update: রোদ না বৃষ্টি, কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Oct 2022,
  • Updated 7:05 AM IST
  • 1/8

Weather Update: আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিশেষ কোনও পার্থক্য হবে না। হাওয়া অফিস জানিয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও খুব কম এখন।

  • 2/8

সকালের দিকে তাপমাত্রা নামলেও, পরে বেলার দিকে রয়েছে রোদের দাপট। হাওয়া অফিস জানিয়েছে, সকালের দিকে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী থাকবে। 

  • 3/8

শহরের সর্বোচ্চ তাপমাত্রা এখন ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা এখন ২৪ ডিগ্রি সেলসিয়াস। 

  • 4/8

তবে ২০ তারিখের পরে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। কিন্তু সম্ভবত সেটির প্রভাব এ রাজ্যে পড়বে না।

  • 5/8

ঘূর্ণাবর্তটির প্রভাব কতটা হবে তা এখনও নিশ্চিত করে বলতে পারেনি আবহাওয়া দফতর। 

  • 6/8

তবে সুপার সাইক্লোন নিয়ে কয়েকদিন ধরে একটি জল্পনা তৈরি হয়েছিল। আদতে তা কিছু হচ্ছে না।

  • 7/8

হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে রাজ্য থেকে পাকাপাকি ভাবে বিদায় নেবে বর্ষা।

  • 8/8

আবহাওয়ার খুব বেশি পার্থক্য আগামী কয়েকদিন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement
Advertisement