বুধবার মাঝরাত থেকেই প্রবল ঝড়-বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। শিলিগুড়ি-জলপাইগুড়ি,পাহাড়ে বৃষ্টি হয়েছে। কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর,মালদায় তেমন বৃষ্টি হয়নি।
বৃহস্পতিবার সারাদিন মেঘ-বৃষ্টির লুকোচুরি খেলা দেখল উত্তরবঙ্গ। রাত থেকে তুমুল ঝড়-বৃষ্টি চলল সকাল ৯ টা পর্যন্ত। তারপরই উধাও বৃষ্টি। উঠল ঝকঝকে রোদ। সারাদিনে আর বৃষ্টি হয়নি।
পাহাড় লাগোয়া উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বেশি হয়েছে। তুলনামূলক কম বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের দক্ষিণ দিকের জেলাগুলিতে। তাপমাত্রাও খানিকটা বেশি সেদিকে।
জানানো হয়েছে, বৃহস্পতিবারের খানিকটা ভারী বৃষ্টি হলেও শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নিয়ন্ত্রণেই থাকবে। দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর ও মালদায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি হতে পারে।
এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে। আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৩ সেপ্টেম্বর শুক্রবার কোথাও তেমন তেমন বৃষ্টির পূর্বাভাস নেই।
২৪ সেপ্টেম্বর শনিবার সকালের মধ্যেও উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি হাওয়া অফিসের তরফে। ফলে আপাতত তেমন কোনও আশঙ্কা থাকছে না।
তবে ভারী না হলেও একদম বৃষ্টি হবে না, তা নয়। আচমকা কয়েক পশলা বৃষ্টি হতে পারে। সব কটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আপাতত তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে কিছুটা আর্দ্রতা বাড়বে উত্তরবঙ্গের সব জেলাতেই।