Advertisement

দক্ষিণবঙ্গ

Rain Alert: আবহাওয়ার বড় বদল, পুজোর মুখে ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Sep 2022,
  • Updated 12:04 PM IST
  • 1/8

Weather Update: কখনও রোদ আবার কখনও বৃষ্টি। আপাতত এমনটাই রয়েছে পুজোর মুখে বঙ্গের আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস আপাতত কয়েকদিন আবহাওয়া এমনটাই থাকবে।

  • 2/8

দক্ষিণবঙ্গে এখন ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে ওড়িশা উপকূলে নিম্নচাপের জেরে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 

  • 3/8

অন্যদিকে, উত্তরবঙ্গে ফের জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। আগামী ২৪ তারিখ জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। 

  • 4/8

২৫ তারিখও উত্তরবঙ্গের কিছু জেলায় হতে পারে ভারী বৃষ্টি। পুজোর মুখে উত্তরবঙ্গে জারি বৃষ্টিপাতের সতর্কতা।

  • 5/8

তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও, দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাত হবে না। কখনও রোদ আবার কখনও মেঘলা আকাশ এমনই থাকবে।

  • 6/8

শুক্রবার শহরের সর্বোচ্চ ৩৪ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।

  • 7/8

পুজোতে আবহাওয়া কেমন থাকবে, সেই বিষয়ে কৌতূহল রয়েছে সকলের মধ্যে। এখনও এ বিষয়ে কিছু জানায়নি হাওয়া অফিস।

  • 8/8

তবে নতুন করে এখন কোনও নিম্নচাপ কিংবা ঘূর্ণাবর্ত তৈরি হয়নি। ফলে ভারী বৃষ্টিপাতের আপাতত কদিন সম্ভাবনা নেই। 
 

Advertisement
Advertisement