Weather Update: কখনও রোদ আবার কখনও বৃষ্টি। আপাতত এমনটাই রয়েছে পুজোর মুখে বঙ্গের আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস আপাতত কয়েকদিন আবহাওয়া এমনটাই থাকবে।
দক্ষিণবঙ্গে এখন ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে ওড়িশা উপকূলে নিম্নচাপের জেরে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
অন্যদিকে, উত্তরবঙ্গে ফের জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। আগামী ২৪ তারিখ জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।
২৫ তারিখও উত্তরবঙ্গের কিছু জেলায় হতে পারে ভারী বৃষ্টি। পুজোর মুখে উত্তরবঙ্গে জারি বৃষ্টিপাতের সতর্কতা।
তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও, দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাত হবে না। কখনও রোদ আবার কখনও মেঘলা আকাশ এমনই থাকবে।
শুক্রবার শহরের সর্বোচ্চ ৩৪ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
পুজোতে আবহাওয়া কেমন থাকবে, সেই বিষয়ে কৌতূহল রয়েছে সকলের মধ্যে। এখনও এ বিষয়ে কিছু জানায়নি হাওয়া অফিস।
তবে নতুন করে এখন কোনও নিম্নচাপ কিংবা ঘূর্ণাবর্ত তৈরি হয়নি। ফলে ভারী বৃষ্টিপাতের আপাতত কদিন সম্ভাবনা নেই।