পুজো পার হয়েছে বৃষ্টিকে সঙ্গী করেই। অষ্টমী-নবমী-দশমী তিনদিনই ঝড়-বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। তারপরও উত্তরবঙ্গের এখনও রেহাই নেই।
যতই ক্যলেন্ডারে দেখাক অক্টোবর, কাল হোক ভরা শরৎ, আবহাওয়ার সৌজন্যে উত্তরবঙ্গে এখন পুরোপুরি বর্ষা এফেক্ট। ফের ফের ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।
নতুন করে উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে শনিবার ৮ অক্টোবর সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ৯ অক্টোবর রবিবার এবং ১০ অক্টোবর সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে।
বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ওই সময় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোথাও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি এবং তেলেঙ্গানার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও উপকূল অন্ধ্রপ্রদেশ থেকে এই অক্ষরেখা তেলেঙ্গানা, মহারাষ্ট্র হয়ে গুজরাত পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার প্রভাবে বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর অংশে।
রাজ্য থেকে খাতায় কলমে বর্ষা বিদায়ের সময় পার হয়ে গেলেও এখনও আবহাওয়া দফতরের তরফে কোনও মন্তব্য মেলেনি।
তবে অক্টোবরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তখনই এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাবে বলে আশাপ্রকাশ করেছেন তাঁরা।