Advertisement

উত্তরবঙ্গ

৫ জেলায় ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গের বর্ষা বিদায় কবে?

Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 07 Oct 2022,
  • Updated 8:35 AM IST
  • 1/8

পুজো পার হয়েছে বৃষ্টিকে সঙ্গী করেই। অষ্টমী-নবমী-দশমী তিনদিনই ঝড়-বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। তারপরও উত্তরবঙ্গের এখনও রেহাই নেই। 

  • 2/8

যতই ক্যলেন্ডারে দেখাক অক্টোবর, কাল হোক ভরা শরৎ, আবহাওয়ার সৌজন্যে উত্তরবঙ্গে এখন পুরোপুরি বর্ষা এফেক্ট। ফের ফের ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। 

  • 3/8

নতুন করে উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে  শনিবার ৮ অক্টোবর সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

  • 4/8

পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ৯ অক্টোবর রবিবার এবং ১০ অক্টোবর সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। 

  • 5/8

বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ওই সময় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোথাও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

  • 6/8

এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি এবং তেলেঙ্গানার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও উপকূল অন্ধ্রপ্রদেশ থেকে এই অক্ষরেখা তেলেঙ্গানা, মহারাষ্ট্র হয়ে গুজরাত পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার প্রভাবে বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর অংশে।

  • 7/8

রাজ্য থেকে খাতায় কলমে বর্ষা বিদায়ের সময় পার হয়ে গেলেও এখনও  আবহাওয়া দফতরের তরফে কোনও মন্তব্য মেলেনি।

 

  • 8/8

তবে অক্টোবরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তখনই এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাবে বলে আশাপ্রকাশ করেছেন তাঁরা।

Advertisement
Advertisement