উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন দুটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৪ জুলাই রবিবার সকালের মধ্যে জলপাইগুড়ি ও কালিম্পং জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবারও বিকেলে উত্তরবঙ্গের একাধিক জায়গায় ঝড়-বৃষ্টি হয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ জুলাই সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আপাতত উত্তরবঙ্গের কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। তাপমাত্রা গড়ে ৩৪ ডিগ্রির মধ্য়েই থাকবে।
চলতি বছর সময়ের আগেই উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করেছিল বর্ষা। দক্ষিণবঙ্গের তুলনা. উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হয়েছে।
তবে সার্বিকভাবে বিভিন্ন জেলায় এখনও রয়েছে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে বলে জানানো হয়েছে। শনিবার পূর্বাভাস অনুযায়ী বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হয়েছে।
কালিম্পং, জলপাইগুড়িতে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকলেও অন্যদিকে মালদা, দার্জিলিং এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের ঘাটতি থাকবে।
আপাতত রাজ্যের উপর কোনও নিম্নচাপ অক্ষরেখা নেই যা মৌসুমী বায়ুকে প্রভাবিত করবে। ফলে আবহাওয়া বদলেরও বিশেষ সম্ভাবনা নেই বলেই জানানো হচ্ছে।
সিকিম আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে তাপমাত্রা স্বস্তি দিলেও, মাঝে মধ্যে আর্দ্রতা কষ্ট দেবে। পাহাড়ে ধস সতর্কতা রয়েছে। ফলে পর্যটকদের সাবধান করছে আবহাওয়া দফতর।